AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুক্তির আগেই ১০০০ কোটির ব্যবসা! ‘পুষ্পা ২’ ছবির বাজেট কত?

Pushpa 2: অগ্রীম বুকিং থেকে শুরু করে ওটিটি রাইটস, সব মিলিয়ে পুষ্পা যে বক্স অফিসে ঝড় তুলবে তা বলাই বাহুল্য। ১৭ নভেম্বর মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই সেই ছবির ট্রেলার বক্সঅফিসে ঝড় তুলেছে। হচ্ছে বিস্তর আলোচনা। ছবি নিয়ে বেজায় আশাবাদী পরিচালকও।

মুক্তির আগেই ১০০০ কোটির ব্যবসা! 'পুষ্পা ২' ছবির বাজেট কত?
| Updated on: Nov 25, 2024 | 2:30 PM
Share

চর্চায় ৩০০ কোটি– হ্যাঁ, পুষ্পা ২-র জন্য ঠিক এত টাকাই নিচ্ছেন আল্লু অর্জুন। ফিল্মি দুনিয়ার ইতিহাসে যা বিরল। এই নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। প্রশ্ন জাগছে, ছবির হিরোইন অর্থাৎ রশ্মিকা মন্দানা কত টাকা নিচ্ছেন? আল্লুর তুলনায় তাঁর পারিশ্রমিক কম হলেও, দক্ষিণী ছবির নায়িকাদের যা পারিশ্রমিক তার তুলনায় এই ছবির জন্য বেশ ভাল টাকাই নিচ্ছেন রশ্মিকা। শোনা যাচ্ছে, তিনি নাকি নিচ্ছেন প্রায় ১০ কোটি টাকা, যা আল্লুর তুলনায় সামান্য হলেও, একেবারেই কম নয়। ফলে প্রশ্ন উঠছে, যেখানে অভিনেতা অভিনেত্রীর পারিশ্রমিক মিলিয়ে বাজেট ৩১০ কোটি ছাপিয়ে যাচ্ছে, তাহলে ছবির বাজেট কত?

দক্ষিণসূত্রে খবর এই ছবির বাজেট স্পর্শ করেছে ৫০০ কোটি। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নয় টিম। কারণ শোনা যাচ্ছে ছবি মুক্তির আগেই স্পর্শ করেছে ১০০০ কোটি আয়। অগ্রীম বুকিং থেকে শুরু করে ওটিটি রাইটস, সব মিলিয়ে পুষ্পা যে বক্স অফিসে ঝড় তুলবে তা বলাই বাহুল্য। ১৭ নভেম্বর মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই সেই ছবির ট্রেলার বক্সঅফিসে ঝড় তুলেছে। হচ্ছে বিস্তর আলোচনা। ছবি নিয়ে বেজায় আশাবাদী পরিচালকও।

ট্রেলার লঞ্চে এসে আল্লু বলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।” আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। রশ্মিকা ও আল্লুর রসায়ন অনস্ক্রিন দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই।