Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্যান্টের পিছন পকেটে মানিব্যাগ রাখছেন? স্বভাব না পাল্টেই চরম বিপদ

Vastu Tips: এর ফলে বাস্তুদোষ ঘিরে ধরে। ব্যক্তিকে অর্থের অভাবের সম্মুখীন হতে হয়। এছাড়াও, ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে শুরু করে। তাই প্যান্টের সামনের পকেটে পার্স রাখা শুভ বলে মনে করা হয়।

প্যান্টের পিছন পকেটে মানিব্যাগ রাখছেন? স্বভাব না পাল্টেই চরম বিপদ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 5:01 PM

প্যান্ট বা জিন্সের পিছনের পকেটে পার্স বা মানিব্যাগ রাখাটা স্বাভাবিক। অনেকে আবার রাখেন না, পিকপকেট হওয়ার আশঙ্কায়। কিন্তু প্যান্টের পিছনের পকেটে পার্স রাখা খুব একটা শুভ নয়। এর সঙ্গেও জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্র। বাস্তুমতে, জিন্স বা প্যান্টের পিছনের পকেটে পার্স বা মানিব্যাগ রাখলে বাস্তুদোষ তৈরি হয়। নিয়মিত এই অভ্যেসের গুণেই আপনার ভাগ্য ঘুমিয়ে রয়েছে বলে মনে করা হয়। আর্থিক সঙ্কট যদি কাটতে চান, তাহলে এই অভ্যাস বদল আনা জরুরি।

মানিব্যাগ বা পার্সে কী না থাকে! নিজের ছোটবেলার ছবি, বর্তমান ছবি, সন্তানের ছবি, ঈশ্বরের ছবি, বিভিন্ন ধরনের কার্ড ইত্যাদি পার্সে থেকেই থাকে। পার্সে কী কী রাখা উচিত, তা আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই সব জিনিস রাখাও শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে, প্যান্টের পিছনের পকেটে পার্স রাখা উচিত নয়। অত্যন্ত ভুল এবং গুরুতর বলে বর্ণনা করা হয়েছে বাস্তুশাস্ত্রে। কথিত আছে, এই কাজ করা হলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, জীবনের প্রতিটি পদে পদে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। পার্স রাখার কিছু নিয়ম বাস্তুশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তারমধ্যে পার্স সঠিক জায়গায় রাখাও এর ভিতরে কী কী জিনিস রাখতে হবে সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল পিছনের পকেটে পার্স না রাখা। এর ফলে বাস্তুদোষ ঘিরে ধরে। ব্যক্তিকে অর্থের অভাবের সম্মুখীন হতে হয়। এছাড়াও, ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে শুরু করে। তাই প্যান্টের সামনের পকেটে পার্স রাখা শুভ বলে মনে করা হয়।

– বাস্তু বিশেষজ্ঞদের মতে, পকেটে পার্স রাখার সময় তাতে রাখা জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত। কথিত আছে যে পার্সে যেকোনও কিছু রাখলে ঘরে টাকা আসা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ব্যক্তির ভাগ্যও ঘুমিয়ে যায়।

– বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির বা গাড়ির চাবি পার্সে রাখা উচিত নয়। তাতে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। এর ফলে বাস্তু ত্রুটি দেখা দেয় ও আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, পার্সে কখনও ছেঁড়া বা পুরনো নোট রাখা উচিত নয়। তাতে নাকি ভাগ্য কখনও সহায় থাকে না। জীবনে বাস্তু ত্রুটিও দেখা দেয়।যার প্রভাব পড়ে মোটা মাইনের আয়ের ওপর। ঘরে আশীর্বাদের প্রবাহ বন্ধ হয়ে যায়, সঞ্চয় করলেও তা হাত থেকে বেরিয়ে যায় হু হু করে।

– পার্সে দেব-দেবীর ছবি বা পূর্বপুরুষদের ছবি রাখা এড়িয়ে চলা উচিত। তাতে আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে, জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়।

– বাস্তু বিশেষজ্ঞদের মতে, পার্সে ওষুধ রাখলে বাস্তু দোষ হয়। জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তার জন্য। শুধু তাই নয়, এর প্রভাব ব্যক্তির স্বাস্থ্যের উপরও পড়ে। নানা রোগে আক্রান্ত হন বারে বারে।