AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভশ্রী নয়, রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রীকে চেনেন? রইল ছবি…

Raj Chakraborty: ২০০০ সালে এক চ্যানেলের সূত্রে শতাব্দী ও রাজের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে। সেই সময় রাজ টলিউডে সেভাবে নিজের জায়গা করতে পারেননি।

শুভশ্রী নয়, রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রীকে চেনেন? রইল ছবি...
| Updated on: Jul 16, 2024 | 7:52 PM
Share

শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তীর, টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তবে জানেন কি রাজের আগেও একটা বিয়ে ছিল। শুভশ্রী রাজ চক্রবর্তীর দ্বিতীয় স্ত্রী। তাঁর নাম শতাব্দী মিত্র। রাজের বিয়ের খবর পেয়ে শতাব্দী নাকি এক বন্ধুর কাছে জানিয়েছিলেন, শুভশ্রীকে নিয়ে সুখে থাকুক রাজ। ২০০০ সালে এক চ্যানেলের সূত্রে শতাব্দী ও রাজের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে। সেই সময় রাজ টলিউডে সেভাবে নিজের জায়গা করতে পারেননি।

চেষ্টা করছিলেন প্রবল, রাজের চোখে তখন রূপলীপর্দার স্বপ্ন। সেই সময় শতাব্দী রাজের পাশে ছিলেন। রাজও সাধ্য মতো সম্পর্কের যত্ন নিতেন। শোনা যায় রাজকে নাকি চোখে চোখে রাখতেন শতাব্দী, রাজকে তিনি ভীষণ ভালবাসতেন। ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন। যদিও যোনা যায় শতাব্দীর পরিবারের কেউ রাজি ছিলেন না।

রাজের প্রথম ছবি চিরদিনি তুমি যে আমার ছবি শতাব্দীর সঙ্গে সম্পর্কে থাকা কালিনই তৈরি হয়। তিনি এখন রাজের জীবনে কোথাও নেই। রাজের সঙ্গে বিবাহিত জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি। ২০১১ সালে রাজ ও শতাব্দীর বিচ্ছেদ হয়। শোনা যায় তরপর থেকেই রাজের জীবনে একে উঁকি দিয়েছিল বহু সম্পর্ক। কখনও উঠে এসেছিল মিমি চক্রবর্তী, কখনও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক সকলের নজর কাড়ে। তাঁরা স্থির করেন একে অন্যের সঙ্গে ঘর বাঁধবেন। আজ তাঁরা সুখে সংসার করছেন। রয়েছে দুই সন্তানও।