Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুহি চাওলাকে এক সময় ‘ইনসিকিওর অভিনেতা’ বলেছিলেন ঋষি কাপুর!

ঋষি যাঁদের সঙ্গে কাজ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম জুহি চাওলা। ঋষি নাকি তাঁকে এক সময় ‘ইনসিকিওর অভিনেতা’ বলেছিলেন! এতদিন পরে প্রকাশ্যে সে কথা স্বীকার করেছেন স্বয়ং জুহি।

জুহি চাওলাকে এক সময় ‘ইনসিকিওর অভিনেতা’ বলেছিলেন ঋষি কাপুর!
জুহি চাওলা এবং ঋষি কাপুর।
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 9:00 PM

৩০ এপ্রিল, ২০২০। প্রয়াত হয়েছিলেন ঋষি কাপুর (Rishi Kapoor)। থেমে গিয়েছিল ক্যানসারের বিরুদ্ধে তাঁর দীর্ঘ লড়াই। বলিউডের একটা অধ্যায় ছিলেন ঋষি। জাতীয় পুরস্কার সহ কেরিয়ারে বহু পুরস্কার পেয়েছিলেন। পেয়েছিলেন দর্শকের ভালবাসা। তাঁর প্রয়াণের এক বছর পরে তাঁকে স্মরণ করেছেন বহু তারকা। ঋষি যাঁদের সঙ্গে কাজ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম জুহি চাওলা (Juhi Chawla)। ঋষি নাকি তাঁকে এক সময় ‘ইনসিকিওর অভিনেতা’ বলেছিলেন! এতদিন পরে প্রকাশ্যে সে কথা স্বীকার করেছেন স্বয়ং জুহি।

সদ্য এক সাক্ষাৎকারে জুহি বলেন, “ঋষি কাপুরের সঙ্গে প্রথম কেউ কাজ করলে মনে করবে, উনি সহঅভিনেতার উপর চিৎকার করবেন। কিন্তু বিষয়টা তেমন নয়। যখন ওঁর ব্যবহারের সঙ্গে পরিচিত হলাম, তখন আমি এনজয় করতাম। আমাকে তো শুটিংয়ে ইনসিকিওর অ্যাক্টরও বলেছিলেন।”

আরও পড়ুন, করোনা আক্রান্ত রণধীর হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেতা?

আসলে ঋষি কেন তাঁকে ইনসিকিওর অভিনেতা বলেছিলেন, নিজের মতো করে সে ব্যখ্যাও দিয়েছেন জুহি। তিনি জানিয়েছেন, প্রত্যেকটি শট দেওয়ার পর তাঁর নাকি মনিটর দেখার অভ্যেস। তিনি নাকি নিজের অভিনয় কেমন হল, তা নিয়ে চিন্তায় থাকতেন। সে কারণেই নাকি একদিন রেগে গিয়ে ঋষি তাঁকে ওই কথা বলেছিলেন। জুহির কথায়, “আমার ওই অভ্যেস থেকে একদিন শুটিংয়ে ঋষি চিৎকার করে বলেছিলেন, মনিটরটা পরিচালকের জন্য তোমার জন্য নয় ইনসিকিওর অ্যাক্টর।”

ঋষির সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জুহি এও জানান, ঋষি বাইরে থেকে কঠিন হলেও আসলে তিনি ছিলেন নরম মনের মানুষ। এই দুই অভিনেতার শেষ ছবি ‘শর্মাজি নমকিন’। যা এখনও মুক্তি পায়নি। ছবির পরিচালক হিতেশ ভাটিয়া এবং প্রযোজক রীতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। সূত্রের খবর, এটিই ঋষির শেষ ছবি।