AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুচিত্রার নিষিদ্ধ ছবি, ২০ সপ্তাহ পর ঝড় তোলে দর্শক মনে

যদিও সেখানে সুচিত্রা সেনের পর্দায় ধূমপান ও মদ্যপান নিয়ে খানিক আপত্তি ছিল। তবে খানিক অংশ বাদ দিয়ে এই ছবি আবারও জায়গা করে নেয় বক্স অফিস থেকে শুরু করে দর্শক মনে।

সুচিত্রার নিষিদ্ধ ছবি, ২০ সপ্তাহ পর ঝড় তোলে দর্শক মনে
| Edited By: | Updated on: Jun 04, 2025 | 9:59 PM
Share

সুচিত্রা সেন মানেই তখন পর্দায় ঝড়, বক্স অফিসে লক্ষ্মী লাভ, আর দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। অথচ সেই অভিনেত্রীর ছবিকেই ব্যান্ড করে দেওয়া হয় দেশের বুকে। জানেন কোনও সেই ছবি? রাজনীতির প্রেক্ষাপটে তৈরি ছবি ‘আঁধি’। সেখানেই অভিনয় করেছিলেন টলিউড সুপারস্টার সুচিত্রা সেন ও বলিউড স্টার সঞ্জীব কাপুর। ১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল এই বহুলচর্চিত ছবি। মুক্তির পরই তা বক্স অফিসে সুপারহিট। তারপরই ছবি নিয়ে শুরু হয়ে যায় নানান জলঘোলা। তবে ছবি মুক্তির পর অনেকেই মনে করেছিলেন যে সুচিত্রা সেনের চরিত্রটা তৈরি করা হয়েছিল ইন্দিরা গান্ধীর জীবন অনুকরণেই। যখন এই ছবি মুক্তি পেয়েছিল, তখন ইন্দিরা গান্ধি সবে মাত্র ক্ষমতায় এসেছেন।

সেই সময় ২০ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয় এই ছবিকে। তখন দেশজুড়ে চলছিল জরুরী অবস্থা। সেই কারণেই বন্ধ করা হয় এই ছবির সম্প্রচার। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও তা মুক্তি পায়। সেই সময় জল্পনা ছড়িয়ে ছিল প্রধানমন্ত্রীর দফতর থেকেই নাকি এই ছবিকে নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই ছবিই যখন দীর্ঘদিন পর যখন পর্দায় ফিরেছিল, তখন বদলে গিয়েছে সরকার। ১৯৭৭ সালে জনতা পার্টি ক্ষমতায় আসায় এই ছবি আবারও মুক্তি পায়।

যদিও সেখানে সুচিত্রা সেনের পর্দায় ধূমপান ও মদ্যপান নিয়ে খানিক আপত্তি ছিল। তবে খানিক অংশ বাদ দিয়ে এই ছবি আবারও জায়গা করে নেয় বক্স অফিস থেকে শুরু করে দর্শক মনে। ‘আঁধি’ ছবিই সুচিত্রা সেনের শেষ করা হিন্দি ছবি।