মিঠু স্তন ক্যানসারে আক্রান্ত, ষষ্ঠ কেমোর আগে অস্বস্তি, TV9 বাংলা ডিজিটালকে জানালেন স্বামী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

Sabyasachi Chakraborty-Mithu Chakraborty Cancer: স্তন ক্যানসারে আক্রান্ত সিনিয়র অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সোমবার, অর্থাৎ আজ (১০.০৬.২০২৪) তাঁর ষষ্ঠ কেমো থেরাপি করানো হবে। বিষয়টায় ভয়ানক অস্বস্তিতে আছেন মিঠু। স্ত্রীর শারীরিক অবস্থার কথা টিভি নাইন বাংলা ডিজিটালকে জানালেন সব্যসাচী স্বয়ং।

মিঠু স্তন ক্যানসারে আক্রান্ত, ষষ্ঠ কেমোর আগে অস্বস্তি, TV9 বাংলা ডিজিটালকে জানালেন স্বামী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী
(বাঁ দিক থেকে) মিঠু চক্রর্তী, সব্যসাচী চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Jun 10, 2024 | 2:06 PM

মায়ের মতো মুখের আদলটা। তাই বারবারই তাঁকে কাস্ট করা হয় মায়ের চরিত্রে। মাস খানেক আগে যিশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি ‘হরগৌরী পাইস হোটেল’-এ মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন। সেই ধারাবাহিকেও নায়ক শঙ্করের মায়ের চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তাঁর আরও পরিচয় আছে। তিনি টলিপাড়ার ‘ফেলুদা’ অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী। তাঁদের দুই সন্তান গৌরব এবং অর্জুনও ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত অভিনেতা। মিঠু ক্যানসারে আক্রান্ত। এই খবর এপ্রিলের শেষের দিকে টিভি নাইন বাংলা ডিজিটাল প্রথম জানিয়েছিল এক প্রতিবেদনে। এবং ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণেই যে ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন মিঠু, সে কথাও জানিয়েছিল। শরীর একেবারেই সঙ্গ দিচ্ছিল না তাঁর। বিশ্রামের খুব প্রয়োজন পড়েছিল। কিন্তু চক্রবর্তী পরিবার, বিশেষ করে তাঁর স্বামী সব্যসাচী সবটা খেয়াল রাখছেন। সারাক্ষণই স্ত্রীকে আগলে রাখছেন তিনি। টিভি নাইন বাংলা ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হলে সব্যসাচী নিজেই জানিয়েছেন মিঠুর বর্তমান শরীরিক অবস্থা ঠিক কেমন আছে।

সব্যসাচী বলেছেন, “মিঠুর পাঁচটা কেমো থেরাপির সেশন হয়েছে। আজ সোমবার (১০.০৬.২০২৪) ৬ নম্বর কেমো সেশনটা আছে। এর জন্য মিঠু খুবই অস্বস্তি অনুভব করছে।” সত্যিই, ক্যানসার রোগীদের ক্ষেত্রে এটা সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। কেমো চলাকালীন তাঁদের ভীষণই শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়। মন-মানসিকতা খুবই দুর্বল হয়ে পড়ে। এই কঠিন সময় সেই রোগী কাছের মানুষের হাতটা ধরে রাখতে চান শক্ত করে। মিঠুর সেই হাতটা এখন চেপে ধরে আছেন তাঁর এতদিনের সঙ্গী, তাঁর স্বামী সব্যসাচী। বলেছেন, “মিঠুর স্তনে ক্যানসার হয়েছিল। ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয়েছে। কেমো থেরাপি শুরু হয়েছে মার্চ মাস থেকে। রেডিয়ো থেরাপি শুরু হবে কেমো থেরাপি শেষ হলে।”

সব্যসাচীর নিজের শরীরও ভাল নেই। মিঠুর অসুস্থতার মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ছেলে গৌরবের পুত্র, তথা নাতি ধীরের অন্নপ্রাসনে তদারকি করার পরপরই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচী। নার্ভ ব্লকেজ হয়েছিল। পেসমেকার বসাতে হয়। ৩৪-এ নেমে গিয়েছিল পাল্স রেট। টানা একসপ্তাহ হাসপাতালেই ভর্তি ছিলেন সব্যসাচী। সেই সময় নিজের অসুস্থতা ভুলে স্বামীকে আগলে ছিলেন মিঠুই। সব্যসাচী এখন অনেকটাই সুস্থ। বলেছেন, “আমি খুবই দ্রুত সেরে উঠছি। আশা করছি, আবার আগের মতো জীবন কাটাতে পারব।” নিজের কথা বলতে-বলতেই স্ত্রী মিঠুকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অভিনেতা। এভাবেই একে-অপরের হাতটা ধরে থাকুন মিঠু-সব্যসাচী। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে টিভি নাইন বাংলা ডিজিটাল।

এই খবরটিও পড়ুন

কথা বলেছেন: স্নেহা সেনগুপ্ত

লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
দুয়ারে নতুন মহামারি, চিন্তা বাড়ছে, সাবধান হোন আজই!
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
গণধোলাইয়ের সুযোগ পেলে হাত গরম করতে কেউই বাদ যাচ্ছেন না আজকাল
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা