এক ছোট্ট ভুলেই সব শেষ, রেখার বোন রাধা কেন থেকে গেলেন অন্ধকারেই?
Rekha: রেখার বাবা জেমিনি গণেশন তামিল ছবির জনপ্রিয় তারকা ছিলেন। তিন-তিন বার বিয়ে করেন তিনি। প্রথম বিয়েতে তাঁর চার সন্তান ছিল। দ্বিতীয় বিয়েতে ছিল দুই সন্তান। তাঁরাই হলেন রেখা ও রাধা।
রেখা– বলিউডের চিরসবুজ নায়িকা তিনি। তাঁর রূপ-সৌন্দর্য আকাশ ছোঁয়া। বলিউডের ‘রানি’র বোন রাধা কে চেনেন? সৌন্দর্যে তিনি টেক্কা দিতেন রেখাকেও। নামও লিখিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে। তবে এই এক ছোট্ট ভুলেই সুপারস্টার হওয়া হল না তাঁর। কী সেটি? রেখার বাবা জেমিনি গণেশন তামিল ছবির জনপ্রিয় তারকা ছিলেন। তিন-তিন বার বিয়ে করেন তিনি। প্রথম বিয়েতে তাঁর চার সন্তান ছিল। দ্বিতীয় বিয়েতে ছিল দুই সন্তান। তাঁরাই হলেন রেখা ও রাধা।
মাত্র ১৩ বছর বয়সের পরিবারে অর্থ উপার্জনের কারণে সিনেমায় নাম লেখান রেখা। শুরু করেন মডেলিং। অল্পদিনের মধ্যে রাধাও দিদির পথ অনুসরণ করেছিলেন। নামজাদা বেশ কিছু মডেলিং ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। বেশ কিছু তামিল ছবিতেও দেখা যায় তাঁকে। কিন্তু তা সত্ত্বেও কেন হারিয়ে যান তিনি? রাধা যখন চুটিয়ে মডেলিং করছেন তখন এক বিখ্যাত ছবির অফার পান তিনি।
কিন্তু সেই অফার ফিরিয়ে দেন তিনি। বাবার সম্মতি থাকলেও রাজি হননি রাধা। কিন্তু কেন? সিনেমার থেকেও মডেলিং বেশি পছন্দ ছিল তাঁর। কী সেই ছবি? শুনলে চমকে যেতেই পারেন। আইকনিক ছবি ‘ববি’। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই ছবিতেই ব্রেক মিলেছিল তাঁর। ওই ছবিতেই ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাঁর। তিনি রাজি না হওয়ার সেই ছবির অফার যায় ডিম্পল কাপাডিয়ার কাছে, সেই ছবি সুপারহিট হয়। রাধারও আর তারকা হয়ে ওঠা হয়নি। ১৯৮১ সালে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে উস্মান সাইদলে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে সংসার করতে চলে যান রাধা গণেশন।