টুইটে কঙ্গনাকে বিদ্ধ করে চার লাখ ফলোয়ার্স বাড়ল দিলজিতের
মিকাও লেখেন “কিন্তু আপনার টার্গেট যে আসলে কী, বুঝতেই পারছি না। আপনি প্রতিভাবান, মিষ্টি মেয়ে। আপনি অভিনয়টাই করুন না। হঠাৎ এত দেশভক্তি টুইটারে আর খবরে!”
টুইট বাণে ছড়াছড়ি। কঙ্গনা রানাওয়াত রিটুইট করলেন ভুঁয়ো ছবি। সেই টুইটকে রিটুইট করে কঙ্গনাকে বিদ্ধ করেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসঞ্জ। এবং এটা চলতে থাকে। কঙ্গনা লেখেন দিলজিৎ হচ্ছেন করণ জোহরের ‘পোষ্য’। এসবের মধ্যে টুইট যুদ্ধে যোগ দেন আরেক গায়ক মিকা সিং। তিনি লেখেন “কিন্তু আপনার টার্গেট যে আসলে কী, বুঝতেই পারছি না। আপনি প্রতিভাবান, মিষ্টি মেয়ে। আপনি অভিনয়টাই করুন না। হঠাৎ এত দেশভক্তি টুইটারে আর খবরে!”
এত কিছুর মধ্যে নেটিজেন অপেক্ষা করছিল বাকবিতণ্ডা কতদূর এগোয়। এবং সে সবের মধ্যে যা হল দিলজিৎ দোসঞ্জের চার লাখ ফলোয়ার্স বেড়ে গেল। ‘সুরমা’ অভিনেতাকে এখন টুইটারে ফলো করছেন ৪.৩ মিলিয়ন ইউজার। গত বুধ ও বৃহস্পতিবার থেকে ফলোয়ার বৃদ্ধি ধরা পড়েছে দিলজিতের টুইটার হ্যান্ডেলে।
আরও পড়ুন সাইবার ফাঁদে পড়েই কি আত্মঘাতী ‘তারক মেহতা কা উল্টা চশমা’র লেখক?
ঘটনার সূত্রপাত হয় ২৭ নভেম্বর। কঙ্গনা টুইটে দাবি করেন শাহিনবাগের বিলকিস দাদি বানো ১০০ টাকা ভাড়া নিয়ে কৃষক আন্দোলনে যিনি অংশগ্রহণ করেছেন। তবে ছবিটি যিনি চিল তাঁর নাম মাহিন্দর কৌড়। দিলজিৎ মনজিৎ কৌড়ের একটি ভিডি পোস্ট করে লেখেন, ‘কঙ্গনা দেখুন, কে কাকে ১০০ টাকা দিয়ে ভাড়া করেছে।’
গত ৩ ডিসেম্বর মিকা সিং একটি টুইট করে কঙ্গনার বিরুদ্ধে লেখেন, “এক সময়ে আমার আপনার প্রতি ভীষণ সম্মান ছিল। আপনার অফিস যখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল তখনও আমি আপনার পক্ষে টুইট করি। এখন মনে হয় আমি ভুল ছিলাম। একজন নারী হিসেবে একজন বৃদ্ধার প্রতি কিছু সম্মান থাকা উচিৎ। যদি এতটুকু ভদ্রতা থেকে থাকে, তাহলে ক্ষমা চান।” মিকার এই টুইট দিলজিৎ রিটুইটও করেন।