সাইবার ফাঁদে পড়েই কি আত্মঘাতী ‘তারক মেহতা কা উল্টা চশমা’র লেখক?

গত সপ্তাহে জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা আত্মহত্যা করলেন। তবে পরিবারের দাবি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন অভিষেক। খবর অনুযায়ী, গত ২৭ নভেম্বর কান্দিভালিতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিষেক (৩৭)। ঘরে থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা রয়েছে, আর্থিক সঙ্কট এবং ব্যক্তিগত জীবনে সমস্যা আত্মহত্যার কারণ। তবে অভিষেকের ভাই […]

সাইবার ফাঁদে পড়েই কি আত্মঘাতী ‘তারক মেহতা কা উল্টা চশমা’র লেখক?
অভিষেক মাকওয়ানা
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 12:10 PM

গত সপ্তাহে জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা আত্মহত্যা করলেন। তবে পরিবারের দাবি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন অভিষেক। খবর অনুযায়ী, গত ২৭ নভেম্বর কান্দিভালিতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন অভিষেক (৩৭)। ঘরে থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে লেখা রয়েছে, আর্থিক সঙ্কট এবং ব্যক্তিগত জীবনে সমস্যা আত্মহত্যার কারণ। তবে অভিষেকের ভাই জেনিস জানিয়েছেন, অভিষেকের এ সমস্যার কথা তিনি জানতেন না। ভাইয়ের মৃত্যুর পর অনবরত ফোন আসতে থাকে এবং তারপরই এ বিষয়ে তিনি অবগত হন।

আরও পড়ুন নতুন ছবিতে ‘পাঁপড়’ বেচবেন কিয়ারা

জেনিস বলেন, “ভাইয়ের মৃত্যুর পর ওর মেল ঘাঁটছিলাম। সেখানে বিভিন্ন ফোন নম্বর থেকে একাধিক বার লোন এবং শোধ দেওয়ার ব্যাপারে জানতে পারি। একাধিক ফোনও আসে। তার মধ্যে একটা নম্বর ছিল বাংলাদেশের, আরেকটা ছিল মায়ানমারের। বাকিগুলিও দেশের বিভিন্ন রাজ্য থেকে আসছিল।“ জেনিস আরও বলেন, “ইমেল চেক করে বুঝলাম যে, ভাই ‘ইজি লোন’ অ্যাপ থেকে চড়া সুদে কম টাকার একটা লোন নিয়েছিল। ট্রানজাকশন ঘেঁটে বুঝলাম, ভাই লোন না নিলেও, ওরা অল্প পরিমাণ টাকা পাঠাতেই থাকত। লোনের সুদ ছিল ৩০ শতাংশ।”

চারকপ থানায় ঘটনার অভিযাগ দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, ঘটনা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য থানায় জানানো হয়েছে। এবং তদন্তও শুরু হয়েছে।

প্রসঙ্গত, জনপ্রিয় টেলি শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ লেখক ছিলেন অভিষেক মাকওয়ানা। টেলি শো এ রয়েছেন দিলীপ জোশী, দিশা ভাকানি, ভাব্য গান্ধী, শৈলেশ লোধা, প্রমুখ। ২০১৩ সালে বেস্ট কমেডি সিরিজ হিসেবে পুরস্কৃত হয় ‘তারক মেহতা কা উল্টা চশমা’