Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big News: শুটিং থেকে মুখ ফেরালেন পরিচালকেরা, রাত পোহালে বন্ধ টলিপাড়ার কাজ?

Tollywood Shooting: এদিন মিটিং-এ উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্যও। তিনিও একই মত পোষণ করেন। তবে পরিচালক গিল্ডের তরফ থেকে এদিন সকলের কাছে আর্জি জানানো হয়-- অভিমান ভুলে যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করা হোক, তাঁদের বেশ কিছু শর্ত রয়েছে, যা লিখিত আকারে তাঁরা এদিন সংবাদ মাধ্যমের হাতে তুলেও দেন।

Big News: শুটিং থেকে মুখ ফেরালেন পরিচালকেরা, রাত পোহালে বন্ধ টলিপাড়ার কাজ?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 10:20 PM

পরিচালকদের অনুরোধে সাড়া দেয়নি টেকনিশিয়ানরা, স্টুডিও পাড়ায় কর্মবিরতি স্পষ্ট ইঙ্গিত। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে। ফেডারেশনকে সমাধান সূত্র খোঁজার সময় দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত। কোনও উত্তর না মেলায় বৃহস্পতিবার রাতে পরিচালক গিল্ড মিটিং-এ বসে, তা চলে দীর্ঘক্ষণ। আর তারপরই কঠিন সিদ্ধান্ত নেন পরিচালকেরা, তাঁরা শুক্রবার থেকে আর ফ্লোরে যাবেন না তাঁরা। এদিন বৈঠকের পরিচালক সুদেষ্ণা রায় প্রশ্ন তোলেন, “৩ সপ্তাহে ৩ পরিচালকের কাজ বন্ধ কেন?” মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। এদিন সুদেষ্ণা রায় আরও বলেন, “আমরা ফেডারেশনকে চিঠি লিখেছিলাম। সেই চিঠির উত্তর পাইনি। ব্রডকাস্টারকে চিঠি পাঠিয়েছিলাম। দুজন ব্রডকাস্টার আমাদের জানায় তাঁরা মিট করতে চায়। মেটাতে চায় সমস্যা। কিন্তু আজ তাঁরা আসেনি।”

অন্যদিকে সুব্রত সেনের কথায়, “মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন কাজ যাতে বন্ধ না হয়। কিন্তু তার কথাকে মান্যতা দেওয়া হচ্ছে না”। তবে পরিচালক ছাড়াই কি শুট? সেও কি সম্ভব? প্রশ্ন শুনে সুদেষ্ণা রায় বলেন, “পরিচালকদের ছাড়া যদি শুটিং চলতে পারে তাহলে চলবে। যদি তারা মনে করে তাহলে চালাবেন। আমরা নিজেদের প্রত্যাহার করছি।”

এদিন মিটিং-এ উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্যও। তিনিও একই মত পোষণ করেন। তবে পরিচালক গিল্ডের তরফ থেকে এদিন সকলের কাছে আর্জি জানানো হয়– অভিমান ভুলে যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করা হোক, সঠিক সমাধান বার করা হোক। পরিস্থিতি স্বাভাবিক হোক। তাঁদের বেশ কিছু শর্ত রয়েছে, যা লিখিত আকারে তাঁরা এদিন সংবাদ মাধ্যমের হাতে তুলেও দেন।

কী সেই শর্ত?

আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ আমরা দেখেছি জুলাই ২০২৪ এ মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ (যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তাব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন। যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।

লিখিতভাবে জানাতে হবে যে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না।

লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কোন কাজ বন্ধ করা যাবে না।

পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিং এর আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোন পারমিশন আসার কোন প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোন সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোন অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না।

কোন ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনভাবেই তার কাজ আটকানো যাবে না।

৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
৪ মাসে দাম সোনার বেড়েছে ১৪ হাজার টাকার বেশি, এমন রিটার্ন দেয়নি কেউ
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
বন্দে ভারতের জন্য কয়েকশো কোটির বরাত, নজর রাখতে পারেন এই শেয়ারে?
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
সময় মতো টাকা দিতে ব্যর্থ, OLA-র সংস্থার বিরুদ্ধে দেউলিয়া আবেদন!
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
১৯৮৮ সালে কেনা রিলায়েন্সের শেয়ার খুঁজে পেলেন এক ব্যক্তি, কত দাম জানেন?
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
আপনার কাছে আছে নাকি পড়ে পুরনো ২০০০ টাকার নোট, কী করতে হবে জেনে নিন...
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের পাশাপাশি আর আশার আলো পড়শি দেশের শেয়ার সূচকেও!
ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?
ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?
গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড
গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড
পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?
পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?
বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!