AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমনের সেটে ভয়ানক বিপত্তি, স্মৃতিশক্তি হারান নায়িকা! কী ঘটে?

কোথায় রয়েছেন, কেন রয়েছেন, সব যেন গুলিয়ে যাচ্ছিল তাঁর। চোখে, মুখে আতঙ্ক। মাথায় অসহ্য ব্যথা! হ্য়াঁ, সেদিনের কথা আজও ভুলতে পারেননি অভিনেত্রী দিশা পাটানি। যেভাবে সলমনের ভরত ছবির সেটে বিপদ ঘটে যায়, তা ভাবলে আজও দিশার মনে ঝড় ওঠে।

সলমনের সেটে ভয়ানক বিপত্তি, স্মৃতিশক্তি হারান নায়িকা! কী ঘটে?
| Updated on: Oct 04, 2025 | 2:30 PM
Share

ভয়ানক অবস্থা! কাউকেই পারছিলেন না চিনতে। কোথায় রয়েছেন, কেন রয়েছেন, সব যেন গুলিয়ে যাচ্ছিল তাঁর। চোখে, মুখে আতঙ্ক। মাথায় অসহ্য ব্যথা! হ্য়াঁ, সেদিনের কথা আজও ভুলতে পারেননি অভিনেত্রী দিশা পাটানি। যেভাবে সলমনের ভরত ছবির সেটে বিপদ ঘটে যায়, তা ভাবলে আজও দিশার মনে ঝড় ওঠে।

তা কী ঘটেছিল দিশার সঙ্গে?

২০১৯ সালে মুক্তি পায় সলমনের ছবি ভরত। ছবিটি বক্স অফিসে ডাহাব ফ্লপ করে। তবে এই ছবিতে প্রশংসিত হয়েছিল দিশা পাটানির অভিনয়। বলা ভাল, সলমনের বিপরীতে এই ছবি দিশার সিনে কেরিয়ারের খুব বড় ব্রেক।

সলমনের ছবি মানেই অ্য়াকশন প্যাকড। এই ছবিতে শুধু নায়ক সলমন নয়, দিশাকেও করতে হয়েছিল অ্য়াকশন। আর সেই কারণেই দিশাকে আলাদা করে জিমন্য়াসটিকের ট্রেনিং নিতে হয়েছিল। আর সেই ট্রেনিং নিতে গিয়েই বিপত্তি।

দিশা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, স্টুডিওতে জিমন্য়াসটিকের ট্রেনিং নিচ্ছিলাম। হঠাৎই পা পিছলে যায়। এমনভাবে মাটিতে পড়ে যাই যে, মাথায় আঘাত লাগে। অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর কাউকে চিনতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটেছে। তবে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলাম। ঘাড়ে চোট লেগেছিল। কিন্তু মনেই করতে পারছিলাম না, ঠিক কী ঘটেছিল আমার সঙ্গে।

দিশা আরও জানালেন, চিকিৎসক আমাকে জানিয়ে ছিল গভীর চোট লাগায় আমার সাময়িক স্মৃতিলোপ পায়। সে কারণে ঠিক কী ঘটেছিল তা বিস্তারিত মনে নেই। সেই সময় ঘটনাস্থলে যাঁরা হাজির ছিলেন, তাঁদের কাছেই জানতে পারি আমার দুর্ঘটনার কথা। এই অবস্থা থেকে সেরে উঠতে আমার বেশ সময় লেগেছিল। এখনও সেই সময়ের কথা মনে পড়লে বড্ড টেনশন হয়।

বলিউডে তেমন সফল নয় দিশা। টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়ে বলিউড গুঞ্জনে মাঝে মধ্যেই এসেছে দিশার নাম। তবে বলিউড ছেড়ে এখন তামিল ও তেলুগু ছবিতেই এখন ব্যস্ত দিশা। তাঁকে দেখা গিয়েছিল কল্কি ২৮৯৮ ছবিতেও।