Divyanka Tripathi: হাত ভর্তি কালশিটে, সোশ্যাল মিডিয়ায় এমনই ছবি শেয়ার করে, ভক্তদের চিন্তা বাড়ালেন টেলি অভিনেত্রী
Divyanka Tripathi News: শুধু ছবিই নয়, স্টান্টের একটি ভিডিয়ো ক্লিপও শেয়ার করেছেন দিব্যাঙ্কা। যেখানে, হেলিকপ্টার স্টান্ট করতে দেখা যাচ্ছে তাঁকে। এই ভিডিয়ো দেখে, পোস্টের কমেন্টেই সাহসীর তকমা দিচ্ছেন কেউ-কেউ। কেউ আবার সাধুবাদ জানাচ্ছেন অভিনেত্রীর মনোবলকে। সাড়া ফেলেছে এই পোস্ট।
হিন্দি সিরিয়ালের বেশ পরিচিত মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠি। শুধু তাই-ই নয়, সেই সঙ্গে রিয়েলিটি শো-এর দুনিয়াতেও বেশ নামডাক রয়েছে অভিনেত্রীর। এবার সোশ্যাল মিডিয়ায় হাত ভর্তি কালশিটের ছবি পোস্ট করে, অনুরাগীদের চিন্তা বাড়িয়েছেন দিব্যাঙ্কা। কী হয়েছে তাঁর? কীভাবে চোট পেলেন অভিনেত্রী? উদ্বেগ ভক্তমনে।
তবে ভক্তদের আশ্বস্ত করেছেন দিব্যাঙ্কা। সুস্থ রয়েছেন তিনি। এ ছবি আগের। খতরো কে খিলাড়ি সিজন ১১-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এক স্টান্ট করতে গিয়ে এই চোট পান। এবার সেসব দিনের স্মৃতি হাতড়াতে গিয়েই খুঁজে পেয়েছেন এই ছবি। আর তাই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ছিবির ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, “স্মৃতির পাতা উল্টে দেখছিলাম। আর তখনই এই ছবিটি খুঁজে পেলাম। কেপটাউনে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করলাম। দেখতে থাকুন।”
শুধু ছবিই নয়, স্টান্টের একটি ভিডিয়ো ক্লিপও শেয়ার করেছেন দিব্যাঙ্কা। যেখানে হেলিকপ্টার স্টান্ট করতে দেখা যাচ্ছে তাঁকে। এই ভিডিয়ো দেখে, পোস্টের কমেন্টেই সাহসীর তকমা দিচ্ছেন কেউ-কেউ। কেউ আবার সাধুবাদ জানাচ্ছেন অভিনেত্রীর মনোবলকে। ‘খতরো কে খিলাড়ি’-তে বেশ নিখুঁতভাবে সব স্টান্ট করতে দেখা যেত দিব্যাঙ্কাকে। দুর্দান্ত সব পারফরমেন্সের জন্য তাঁকে ‘মগর রানি’, ‘ধকড় গার্ল’-এর তকমা দেন সঞ্চালক রোহিত শেট্টি ও অন্যান্য প্রতিযোগীরা। তবে স্টান্ট নিখুঁতভাবে করতে গিয়ে তার ফল কী হয়, তার প্রমাণ দিচ্ছে এই ছবিটি। প্রসঙ্গত, সেমি ফাইনালে অর্জুন বিজলানির কাছে হেরে যেতে হয় অভিনেত্রীকে।