AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রী সুরা আর ছেলে আরহান সমবয়সী!আরবাজের পরিবারের সত্যি শুনলে অবাক হবেন

২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন সলমন খানের ভাই আরবাজ খান। বিয়ে করেছেন মেকআপ আর্টিস্ট সুরা খানকে। বিয়ের পর থেকেই লাগাতার কটাক্ষের মুখে পড়েছে এই দম্পতি। নেপথ্যে একটাই কারণ, তাঁদের বয়সের ফারাক।

স্ত্রী সুরা আর ছেলে আরহান সমবয়সী!আরবাজের পরিবারের সত্যি শুনলে অবাক হবেন
| Edited By: | Updated on: Jan 20, 2025 | 10:06 PM
Share

২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন সলমন খানের ভাই আরবাজ খান। বিয়ে করেছেন মেকআপ আর্টিস্ট সুরা খানকে। বিয়ের পর থেকেই লাগাতার কটাক্ষের মুখে পড়েছে এই দম্পতি। নেপথ্যে একটাই কারণ, তাঁদের বয়সের ফারাক। অনেকেই মনে করেন সুরা নাকি মালাইকা ও আরবাজের ছেলে আরহানের বয়সী। সত্যিই কি তাই? জেনে নিন সবটা।

এই মুহূর্তে আরবাজ খানের বয়স ৫৭ বছর। ওদিকে আরহান খানের বয়স মাত্র ২২ বছর। ২০০২ সালে জন্মেছেন তিনি। আর সুরা? যতই অষ্টাদশী তন্বী লাগুক না কেন মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সুরা কিন্তু খুব একটা ছোট নন। তাঁর বয়স ৪২ বছর। আরবাজের সঙ্গে তাঁর বয়সের ফারাক প্রায় ১৫ বছরের। ওদিকে আরহানের থেকে তিনি প্রায় ১৮ বছরের বড়। দিন দুয়েক আগেই আরহানের সঙ্গে বেরিয়েছিলেন সুরা খান। মা ও সৎ ছেলের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে নোংরা মন্তব্য।

আরহানের সঙ্গে বেশ ভাল সম্পর্ক সুরার। এমনকি বাবার দ্বিতীয় বিয়েতে হাজির ছিলেন আরহান। অংশ নিয়েছিলেন সব কিছুতেই। বছর কয়েক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে আরবাজ ও মালাইকার। যদিও আরহানকে একই সঙ্গে মানুষ করেছেন দু’জনে। মালাইকা ও আরবাজের মধ্যে আজও রয়েছে বন্দুত্বপূর্ণ সম্পর্ক।