টলিপাড়ার ‘কিশোরী’ তিনি, জানেন ইধিকার আসল নাম কী?
ইধিকা পাল-এর উত্থান সত্যিই নজরকাড়া। বড় পর্দায় তার ডেবিউ হয় সুপারস্টার শাকিব খানের ছবির মাধ্যমে। তাঁর প্রথম ছবি 'খাদান' বক্স অফিসে বাজিমাত করেছে। দেবের ক্যারিশমা এবং যিশুর অভিনয়ের পাশাপাশি, এই ছবির অন্যতম বিশেষত্ব হিসেবে তাঁকে গণ্য করা হচ্ছে।

ইধিকা পাল-এর উত্থান সত্যিই নজরকাড়া। বড় পর্দায় তার ডেবিউ হয় সুপারস্টার শাকিব খানের ছবির মাধ্যমে। তাঁর প্রথম ছবি ‘খাদান’ বক্স অফিসে বাজিমাত করেছে। দেবের ক্যারিশমা এবং যিশুর অভিনয়ের পাশাপাশি, এই ছবির অন্যতম বিশেষত্ব হিসেবে তাঁকে গণ্য করা হচ্ছে।
ইধিকার শুরুটা ছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে। তবে তখন তিনি ‘ইধিকা’ নামে পরিচিত ছিলেন না। তাঁর আসল নাম ছিল টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময় পর, টুম্পা নিজের নাম বদলে রাখেন ‘ইধিকা’। দেবী পার্বতীর আরেক নাম ‘ইধিকা’ থেকেই তিনি এই নামটি নেন।
ইধিকার দ্বিতীয় ধারাবাহিক ছিল ‘রিমলি’, যা জি বাংলায় সম্প্রচারিত হয়, তবে এটি খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। কিন্তু ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে ইধিকা ব্যাপক পরিচিতি লাভ করেন। সেকেন্ড লিড চরিত্রে থাকলেও, তিনি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন।
এবং তারপরেই ঘটে মিরাকল—পরপর দুটি হিট ছবি। বর্তমানে ইধিকার সামনে আরও অনেক কাজ রয়েছে এবং অনেকেই মনে করছেন, তিনি আগামী দিনে টলিউডের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন।





