ভেঙেছে বিয়ে, জানেন ঊর্মিলার থেকে কত ছোট তাঁর স্বামী?
প্রেম মানে না বয়সের ফারাক। মানে না কোনও নিয়ম। ভালবেসেই মহসিন আখতারকে বিয়ে করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। বলিউডে রটনা সেই বিয়ে ভাঙতে চলেছে তাঁর। এই নিয়েই যখন বলিউডে জোর গুঞ্জন, তখন আলোচনায় মহসিন ও ঊর্মিলার বয়সের ফারাকও।
প্রেম মানে না বয়সের ফারাক। মানে না কোনও নিয়ম। ভালবেসেই মহসিন আখতারকে বিয়ে করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। বলিউডে রটনা সেই বিয়ে ভাঙতে চলেছে তাঁর। এই নিয়েই যখন বলিউডে জোর গুঞ্জন, তখন আলোচনায় মহসিন ও ঊর্মিলার বয়সের ফারাকও। জানেন মহসিনের থেকে ঠিক কত বছরের বড় ঊর্মিলা?
১৯৭৪ সালে জন্ম নেন ঊর্মিলা। জন্ম হয় এক মারাঠি পরিবারে। মাত্র ৩ বছরেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ছবির নাম ‘কর্ম’। এই মুহূর্তে তাঁর বয়স ৫০ বছর। অন্যদিকে মহসিন কাশ্মীর পরিবারের জন্ম নেন ১৯৮৪ সালে। কাশ্মীর এম্ব্রোয়ডারি ডিজাইনের ব্যবসা রয়েছে মহসিনের। ঊর্মিলার থেকে বয়সে ১০ বছরের ছোট তিনি। যদিও দুই পরিবারের তরফেই এ নিয়ে কোনও বাধা আসেনি। তবে বিয়ের আট বছর পর হঠাৎই সামনে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাঁদের। তাঁদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে। তার দুবছর পর নিকাহ সেরেছিলেন তাঁরা। প্রসঙ্গত, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এ যাবৎ মুখ খুলতে দেখা যায়নি তাঁদের দু’জনকেই। আগামী দিনে কী হয়, সে উত্তর অবশ্য লুকিয়ে রয়েছে সময়ের হাতে।