কোটি টাকার মালকিন ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া! জানেন, তাঁর স্বামী কী করেন?

Jan 18, 2025 | 1:12 PM

Probashe Ghorkonna: করোনাকালে যখন সবাই গৃহবন্দি তখন খানিকটা ঝোঁকের বসেই ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। চার বছর পরে সমাজমাধ্যমের পাতায় সেই গৃহবধূই এখন হিট। মাস গেলে লক্ষাধিক টাকা রোজগার তাঁর। কথা হচ্ছে 'প্রবাসে ঘরকন্না'র মহুয়া গঙ্গোপাধ্যায়ের। জানেন তাঁর স্বামী কী করেন?

কোটি টাকার মালকিন প্রবাসে ঘরকন্নার মহুয়া! জানেন, তাঁর স্বামী কী করেন?

Follow Us

করোনাকালে যখন সবাই গৃহবন্দি তখন খানিকটা ঝোঁকের বসেই ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। চার বছর পরে সমাজমাধ্যমের পাতায় সেই গৃহবধূই এখন হিট। মাস গেলে লক্ষাধিক টাকা রোজগার তাঁর। কথা হচ্ছে ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া গঙ্গোপাধ্যায়ের। তাঁর ভিডিয়োতো রীতিমতো ভাইরাল ফেসবুক, ইউটিউবে।

তাঁর রোজগার নিয়ে যেমন দর্শকের আগ্রহ তেমনই আবার তাঁর স্বামী কী করেন তা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন। মহুয়ার অনেক ভিডিয়োয় দেখা যায় তাঁর স্বামী মানিক গঙ্গোপাধ্যায়কে। বিদেশে তিনিও উচ্চপদে কর্মরত। কিছু দিন আগে মহুয়া একটি ভিডিয়োয় এসে জানিয়েছিলেন যে তাঁর স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। বহু বহু বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মহুয়ার স্বামী প্রথমে বেঙ্গালুরুতে কাজ করতেন। তার পর সেখান থেকে তাঁরা ক্যালিফোর্নিয়াতে শিফট করেছেন। সেখানেই একটি বিদেশি কোম্পানিতে কাজ করেন মহুয়ার স্বামী। কোম্পানির ডিরেক্টর পদে কাজ করেন তিনি। তাঁর পদ অনুযায়ী মাস গেলে তিনিও বেশ মোটা টাকাই আয় করেন মানিক। মার্কেট অনুযায়ী ওই পদে বিদেশে যাঁরা চাকরি করেন তাঁরা বছরে আয় করেন আনুমানিক প্রায় ৪ লক্ষ ডলারেরও বেশি। বছরে ৪ লক্ষ ডলার মানে তা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৩ কোটি ৪৬ লক্ষ ৩২হাজার ৬২০ টাকা। যদিও নিশ্চিত করে রোজগার বলা খুবই কঠিন। যদিও তাঁদের ভিডিয়ো দেখলে বোঝা যায় শিকড়ের সঙ্গে কতটা জুড়ে তাঁরা। দুই ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার মহুয়া ও মানিকের।

Next Article