রূপরেখাকে নয়, এই নারীকেই প্রথম বিয়ে করেছিলেন অরিজিৎ, চেনেন তাঁকে?
Arijit Singh First Wife: একটা গুজব আছে। গায়ক অরিজিৎ সিং নাকি বিয়ে করেছিলেন তাঁর একসময়কার প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেটা কি সত্যি? এই গুজব রটল কেন? কে অরিজিতের প্রথম স্ত্রী, তা নিয়ে মানুষের মনে কৌতূহল তুমুল। বিষয়টি নিয়ে কী বলেছেন অরিজিৎ?

সর্বভারতীয় গানের প্রতিযোগিতা ‘ফেম গুরুকুল’-এ আলাপ হয়েছিল দু’জনের। একজনের নাম অরিজিৎ সিং। একজনের নাম রূপরেখা বন্দ্যোপাধ্যায়। সেই রিয়ালিটি শো-এর মঞ্চে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রূপরেখা-অরিজিৎ। পরবর্তীকালে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন অরিজিৎ সিং। তাঁর অনুগামী সংখ্যা কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাঁর গান শুনে মন মেতেছে ৮ থেকে ৮০’র। অরিজিতের ব্যক্তিজীবনে কৌতূহলের শেষ নেই। মা অদিতি সিংকে হারিয়েছেন করোনায়। বাবা কক্কর সিং থাকেন জিয়াগঞ্জে (মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিৎ সিংয়ের)। অরিজিৎ সিং এবং তাঁর সন্তানেরা সেখানেই থাকেন। জিয়াগঞ্জের স্কুলেই তাদের ভর্তি করিয়েছেন অরিজিৎ। চাইলেন মুম্বইয়ের নামী আন্তর্জাতিক স্কুলে ভর্তি করাতে পারতেন অরিজিৎ। সাদামাঠা জীবন তাঁর। তবে এই অরিজিতের জীবনেও ভাঙন ধরেছিল। কোয়েলকে বিয়ে করার আগে আরও একটি বিয়ে করেছিলেন তিনি এবং সকলের ধারণা হয়েছিল তাঁর প্রথম স্ত্রীর নাম রূপরেখা বন্দ্যোপাধ্যায়। যে সহ-প্রতিযোগীর সঙ্গে ‘ফেম গুরুকুল’-এ অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ। সেই নিয়ে শেষমেশ মুখ খুলেছিলেন রূপরেখা। ২০২১ সালে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।
কী ছিল রূপরেখার বক্তব্য :
“অনেকদিন ধরেই দেখছি, অরিজিৎ সিংয়ের সঙ্গে আমার নাম জড়িয়ে নানা কথা বলা হচ্ছে। তারকাদের জীবন নিয়ে কথা হওয়াটা স্বাভাবিক। সেলিব্রিটিদের জীবনে হয়েই থাকে এই সমস্ত কিছু। কিন্তু আমি অরিজিতের প্রথম স্ত্রী নই। এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসুন। অরিজিৎ এই মুহূর্তে দেশের এক নম্বর গায়ক। আপনাদের মতো আমিও তাঁর অন্ধভক্ত। তিনি একজন সংসারী মানুষ। কাকে প্রথমে বিয়ে করেছিলেন, সেই তথ্য জানার প্রয়োজন আমার নেই। তবে এ কথা খোলসা করে বলে দিতে চাই যে, আমি অরিজিতের প্রথম স্ত্রী নই।”
২০১০ সাল থেকে কলকাতায় থাকতে শুরু করেছেন রূপরেখা। তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। তাঁর এক কন্যাসন্তানও রয়েছে। তা হলে অরিজিতের প্রথম স্ত্রী কে? সেই নারী সম্পর্কে কোনও কথাই বলতে চাননি অরিজিৎ। তাঁর ব্যক্তিজীবনকে শুরু থেকেই সম্মান করে এসেছেন। তাঁর পরিচয় সর্বদাই গোপন করে রেখেছেন। সেই জন্য অরিজিৎকে সাধুবাদ। তবে শোনা যায়, মুর্শিদাবাদেরই এক মেয়েকে নাকি বিয়ে করেছিলেন অভিজিৎ। সম্বন্ধ করে হয়েছিল সেই বিয়ে। একবছরও টেকেনি। অরিজিতের প্রথম স্ত্রীও বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন। ফের বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছেন।
