AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আদিত্যের সংসার ভাঙেন রানি? জোটে ‘ঘরভাঙানি’ তকমাও; কে ছিলেন স্বামীর প্রথম স্ত্রী?

Rani Mukherjee Personal Life: রানির আগে পায়েলকে ভালবাসতেন আদিত্য। ২০০১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। আদিত্যর বাবা-মা যশ চোপড়া এবং পামেলা চোপড়া পায়েলকে ভীষণ ভালবাসতেন। এবং সেই কারণে তাঁরা হঠাৎ করে রানিকে পুত্রবধূ হিসেবে আপন করে নিতে পারেননি। ২০০৯ সালে পায়েলকে ডিভোর্স দিয়েছিলেন আদিত্য।

আদিত্যের সংসার ভাঙেন রানি? জোটে 'ঘরভাঙানি' তকমাও; কে ছিলেন স্বামীর প্রথম স্ত্রী?
পায়েল (বাঁ দিক থেকে), আদিত্য, রানি।
| Updated on: Mar 11, 2024 | 11:23 AM
Share

বলিউডের নামতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন রানি মুখোপাধ্যায়। অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন রানি। তবে শুরু থেকেই নিজের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সামনেও তাঁর ব্যক্তি জীবন নিয়ে খুব একটা কথা বলেননি কোনওকালেই। তবে সকলেই জানেন যে, রানি মুখোপাধ্যায় বিয়ে করেছেন মুম্বইয়ের অন্যতম বড় প্রযোজক আদিত্য চোপড়াকে। ২০১৪ সালের ২১ এপ্রিল আদিত্যর সঙ্গে ইতালিতে বিয়ে করেছিলেন রানি। তবে রানি আদিত্যর প্রথম স্ত্রী নন। তিনি দ্বিতীয়। এর আগে একজনকে ভালবেসে বিয়ে করেছিলেন আদিত্য। তাঁকে চেনেন?

রানি মুখোপাধ্যায়কে বিয়ে করার আগে পায়েল খান্নার সঙ্গে ৮ বছরের দাম্পত্য ছিল আদিত্যর। হঠাৎই তাঁদের বিয়ে ভাঙার খবর আসতে সকলের চমকে গিয়েছিলেন বলিউডে। কথিত আছে, রানি মুখোপাধ্যায়ের কারণেই নাকি আদিত্য-পায়েলের বিয়ে ভেঙেছিল। বলা হয়েছিল, ছবিতে সুযোগ পাওয়ার জন্য আদিত্যর মতো বড় প্রযোজকের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছিলেন এবং তাঁকে প্রেমের ফাঁদেও ফেলেছিলেন রানি।

অতীতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানি বলেছিলেন, “আমি এমন মেয়ে নই যে, নিজের কেরিয়ার গোছানোর জন্য কোনও প্রযোজককে ডেট করব। কিংবা তাঁর সঙ্গে ঘুরে বেড়াব। আদিত্যর সঙ্গে স্বামী যখন আমার সম্পর্ক গড়ে উঠেছিল, আমি তখন কোনও ছবিতেই অভিনয় করছিলাম না।”

রানি জানিয়েছিলেন যে সময় তিনি তাঁর জীবনে এসেছিলেন, সেই সময় আদিত্য চিলেন সম্পূর্ণ একা। সেই কারণেই তিনি তাঁকে ডেট করতে শুরু করেছিলেন এবং এও জানিয়েছিলেন যে, সেই সময় আদিত্য তাঁর প্রযোজক ছিলেন না। রানিকে এবং আদিত্যকে এখনও পর্যন্ত কোনও জায়গায় একসঙ্গে দেখা যায় না। এর কারণ, নিজেদের ব্যক্তিগত জীবনকে আদিত্য এবং রানি দু’জনেই আলাদা রাখতেই পছন্দ করেন।

রানির আগে পায়েলকে ভালবাসতেন আদিত্য। ২০০১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। আদিত্যর বাবা-মা যশ চোপড়া এবং পামেলা চোপড়া পায়েলকে ভীষণ ভালবাসতেন। এবং সেই কারণে তাঁরা হঠাৎ করে রানিকে পুত্রবধূ হিসেবে আপন করে নিতে পারেননি। ২০০৯ সালে পায়েলকে ডিভোর্স দিয়েছিলেন আদিত্য।

কে ছিলেন পায়েল? 

আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েল ছিলেন এক ফিল্ম প্রযোজক। ইন্টিরিয়র ডিজ়াইনার হিসেবে তাঁর খ্যাতি প্রচুর। মুম্বইয়ের স্কটিশ স্কুলে পরার সময় একে-অপরের কাছাকাছি এসেছিলেন পায়েল-আদিত্য। ইন্টেরিয়র ডিজ়াইনার হিসেবে প্রথম এক বন্ধুর ঘর সাজিয়েছিলেন পায়েল। তারপর আদিত্যের সঙ্গে বিয়ের পর অনেকবারই যশরাজ স্টুডিয়ো ডিজ়াইন করেছিলেন পায়েল।