আরজি কর কাণ্ডের প্রভাব, সিরিয়াল পাড়ায় মন্দার বাজার! কী বলছে ইন্ডাস্ট্রি?
আরজি কর ঘটনা নিয়ে প্রায় এক মাস ধরে তোলপাড় গোটা শহর থেকে দেশ। ১৪ অগস্ট এক অন্য শহরকে দেখেছিল সবাই। প্রত্যেকের একটাই দাবি। ন্যায় বিচার চাই। পথে নেমেছেন সাধারণ মানুষ, তারকা থেকে বুদ্ধিজীবীরা। এই পরিস্থিতিতে দর্শক কি বাংলা সিরিয়াল দেখছেন? শেষ কয়েক দিনে অনেক বারই টিআরপি ওঠাপড়া করেছে। বলছে সিরিয়াল পাড়া।
আরজি কর ঘটনা নিয়ে প্রায় এক মাস ধরে তোলপাড় গোটা শহর থেকে দেশ। ১৪ অগস্ট এক অন্য শহরকে দেখেছিল সবাই। প্রত্যেকের একটাই দাবি। ন্যায় বিচার চাই। পথে নেমেছেন সাধারণ মানুষ, তারকা থেকে বুদ্ধিজীবীরা। এই পরিস্থিতিতে দর্শক কি বাংলা সিরিয়াল দেখছেন? শেষ কয়েক দিনে অনেক বারই টিআরপি ওঠাপড়া করেছে। বলছে সিরিয়াল পাড়া। বিশেষত ১৪ অগস্ট, ৪সেপ্টেম্বরের মতো দিনগুলোতে। আরজি কর কাণ্ডের জেরে খবরের প্রতি যে দর্শকের আগ্রহ বেড়েছে তা লক্ষ করা যায়। প্রতি বৃহস্পতিবার বোঝা যায় সিরিয়াল পাড়ায় কোন কাহিনি ভাল ফল করল। আর কোন গল্প দর্শকের নজর কাড়তে ব্যর্থ হল। এমনিতেই গত এক বছরে প্রতিটি বাংলা সিরিয়ালের নম্বরই আগের তুলনায় কমেছে।
যে সময় ইষ্টি কুটুম, কৃষ্ণকলির মতো কিছু সিরিয়াল সম্প্রচারিত হত তখন টিআরপি রেটিংয়ের নম্বর আর বর্তমানে টিআরপি তালিকার নম্বরে আকাশ পাতাল তফাত্। বর্তমানে কোনও সিরিয়ালের টিআরপির নম্বরই ১০-এর গন্ডি পার করে না। চলতি সপ্তাহে যেমন পয়লা স্থানে রয়েছে ‘গীতা এল এল বি’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৫। তবে গত এক বছর ধরে যে সমস্ত গল্পকে এক নম্বরে দেখেছেন দর্শক। সেই নম্বর কিন্তু ওলট পালট হয়ে গিয়েছে। সত্যিই আরজি কর কাণ্ডের জন্য সিরিয়াল পাড়ায় মন্দার বাজর সিরিয়াল পাড়ায়? TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল প্রযোজক তথা পরিচালক সুশান্ত দাসের সঙ্গে। তিনি বললেন,”আমার তেমনটা মনে হয় না। এই ঘটনাকে কেন্দ্র করে যে দিন যে দিন সন্ধ্যাবেলা কিছু ঘটছে, অথবা কেউ কিছু বলছেন সে দিন সে দিন কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে। চ্যানেলের জিআরপি দেখলে বোঝা আরজি কর -এর ঘটনা সিরিয়ালের নম্বরে খুব একটা হেরফের ঘটায়নি। কোনও নির্দিষ্ট দিনে নম্বর কমতে পারে। কিন্তু সর্বসাকুল্যে খুব বেশি এদিক ওদিক হয়নি।” সুশান্ত আরও যোগ করেন। তিনি বলেন,”১৪ অগস্টের আগেও তো মানুষ মানুষ গল্প দেখছিলেন। তাই আচমকা সেই রেশ থেকে তো বেরিয়ে যেতে পারবেন না। এত কিছুর মাঝে এই মাধ্যমই তো মানুষকে দিনের শেষে কিছুটা বিনোদন যোগায়।”
সিরিয়াল পাড়ার নায়ক নায়িকার কণ্ঠেও একই সুর। TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সুস্মিতা দে এবং হানি বাফনার সঙ্গে। তাঁদের দু’জনের সিরিয়ালই এই মুহূর্তে বেশ জনপ্রিয়। সুস্মিতার অভিনীত সিরিয়াল ‘কথা’। চলতি সপ্তাহে রেটিং চার্চে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্য দিকে হানিকে দর্শক দেখছেন ‘শুভ বিবাহ’ সিরিয়ালে। খুব অল্প দিনের মধ্যেই যে গল্প দর্শকের মনে জায়গা করে নিয়েছে। সুস্মিতা বললেন,”আরজি কর-এ যে ঘটনা ঘটেছে তা সত্যিই নিন্দনীয় একই সঙ্গে চিন্তারও। কিন্তু এই ঘটনা কি টিআরপি তালিকায় প্রভাব ফেলেছে? আমার তা মনে হয় না। বৃহস্পতিবারও তো চার্ট এল। অন্যান্য মাসের তুলনায় যে খুব বেশি পার্থক্য দেখা গিয়েছে তেমনটা কিন্তু নয়। উল্টে আমার তো মনে হয় এত ঝামেলার মাঝে আমাদের অভিনীত সিরিয়াল কিছুটা হলেও দর্শকের মন একটু হালকা করবে।”
হানিরও একই মত। আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বরং তাঁদের গল্পের নম্বর বেড়েছে। হানি বললেন,”এখন আরজি কর-এর ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা শহর। আমরাও চিন্তিত। তবে এই ঘটনা সিরিয়ালের টিআরপির উপর প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। কারণ, সারা বছর খবরের চ্যানেলের জন্য আরও খবর থাকে। তার পর খেলার সিজন থাকলেও তো তা প্রভাব ফেলতে পারে। হ্যাঁ,এটা বলা যায় যে দিন যে দিন কোনও বড় ঘটনা ঘটে সেই নির্দিষ্ট দিনে নম্বর কমতে পারে। কিন্তু সার্বিক ভাবে কোনও প্রভাব পড়েছে বলে আমার মনে হয় না।” উল্লেখ্য, গত কয়েক মাসে সিরিয়াল পাড়ায় একগুচ্ছ সিরিয়াল যেমন শেষ হয়েছে তেমনই আবার শুরু হয়েছে একগুচ্ছ নতুন গল্প। গত দুসপ্তাহে কোন সিরিয়াল কেমন ফল করেছে? রইল চার্টে—