‘আমি রূপান্তরকামী’, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা হলিউড তারকার

নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ‘এলিয়ট’ করে ফেলেছেন এই হলিউড তারকা।

‘আমি রূপান্তরকামী’, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা হলিউড তারকার
এলিয়ট পেজ।
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 4:14 PM

এলিয়ট পেজ তাঁর আসল নাম। কিন্তু ফিল্মি দুনিয়ায় তিনি এলেন পেজ নামেই পরিচিত। কেরিয়ারের শুরু থেকেই সাফল্য। অস্কার মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী। হ্যাঁ, ৩৩ বছর বয়স পর্যন্ত অভিনেত্রী হিসেবেই তাঁকে চিনেছে গোটা দুনিয়া। তবে এলেন একজন রূপান্তরকামী। সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছেন এই তথ্য।

নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ‘এলিয়ট’ করে ফেলেছেন এই হলিউড তারকা। তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি একজন রূপান্তকামী। আমার জন্য সর্বনাম সে (পুরুষ) অথবা তারা ব্যবহার করতে হবে। আমার নাম এলিয়ট।’

আরও পড়ুন, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করলেন শ্রীলেখা!

এলিয়টের নিজের সঙ্গে নিজের বোঝাপড়া চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে। অবশেষে এসেছে সাফল্য। তিনি আরও লেখেন, ‘আমার এই জার্নিতে যাঁরা সাহায্য করেছেন, সেই সব অসাধারণ মানুষদের ধন্যবাদ। আমার যা অনুভূতি হচ্ছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। রূপান্তরকামী বহু মানুষদের থেকে আমি অনুপ্রাণিত। এই সাহসটা দেওয়ার জন্য ধন্যবাদ। ভালবাসায় ভরা সমান সমাজ গড়ার লক্ষ্যে আমার সব রকম সমর্থন রইল।’

View this post on Instagram

A post shared by @elliotpage

নেটফ্লিক্সের ‘দ্য আমব্রেলা অ্যাকাডেমি’তে অভিনয় করছেন এলিয়ট। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। টুইট বার্তায় তাঁরা বলেন, ‘তোমার জন্য গর্বিত সুপারহিরো! আমরা তোমাকে ভালবাসি এলিয়ট!’ একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন পরিচয় জানানোর পর শুভেচ্ছা বার্তা পেয়েছেন সব মহল থেকেই।

আরও পড়ুন, ‘তুমি আমার দুর্বলতা’, নিককে একথা কেন বললেন প্রিয়ঙ্কা?

‘জুনো’ এলিয়টের কেরিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি। ‘ইনসেপশন’-এর মতো ছবি তাঁর অভিনয়ে সমৃদ্ধ। কয়েকবছর আগে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেছিলেন। বছর দুয়েক আগে পেশায় নৃত্যশিল্পী এমা পোর্টনারকে বিয়েও করেছিলেন। তবে এতদিনে বোধহয় নিজের আসল সত্ত্বা খুঁজে পেলেন তিনি। আর এই সাহসী সিদ্ধান্তে তাঁর পাশে রয়েছেন প্রিয়জনেরা।