আংটি বদল সারলেন রুদ্রজিৎ-প্রমিতা, টেলিপাড়ার প্রথম ডেস্টিনেশন এনগেজমেন্ট
গুগল বলছে, কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব ২৫১ কিমি। তবে ভালবাসার কাছে এ যেন কিছুই নয়। প্রেম দিবসে এই ২৫১ কিমি পেরিয়েই দুই থেকে এক হলেন টলিপাড়ার লাভ বার্ডস রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী। প্রেমের দিনে প্রেমের মরসুমে 'রুখা পুরুলিয়ায়' ভালবাসায় ভিজিয়ে দিলেন ওরা।
গুগল বলছে, কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব ২৫১ কিমি। তবে ভালবাসার কাছে এ যেন কিছুই নয়। প্রেম দিবসে এই ২৫১ কিমি পেরিয়েই দুই থেকে এক হলেন টলিপাড়ার লাভ বার্ডস রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী। প্রেমের দিনে প্রেমের মরসুমে ‘রুখা পুরুলিয়ায়’ ভালবাসায় ভিজিয়ে দিলেন ওরা।
এনগেজমেন্টের অনুষ্ঠান বসেছিল পুরুলিয়ার সাগর-রাজ রিসর্টে। প্রস্তুতি চলেছিল বেশ অনেক দিন ধরেই। টলিউড থেকে আমন্ত্রিতের সংখ্যাও নেহাত কম ছিলেন না। কিন্তু পুরুলিয়ায় অনুষ্ঠান হওয়ায় ছুটি নিয়ে সেখানে পৌঁছতে পারেননি তাঁদের টলি পাড়ার বন্ধুরা। শত ব্যস্ততার মধ্যেও টিভিনাইন বাংলাকে প্রমিতা ফোনে জানালেন, “আমাদের যা কাজের শিডিউল তাতে ছুটি নিয়ে আসাটা একটু চাপের। তবে টলিপাড়ার বন্ধুরা জানিয়েছে সামাজিক বিয়েতে অবশ্যই হাজির হবেন তাঁরা।” সামাজিক বিয়ে যে কলকাতাতেই হবে সে কথাও জানালেন প্রমিতা।
গত বছর সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রমিতা। ক্যাপশনে লেখেন, “হাজার মাইল একসঙ্গে হাঁটার ছোট্ট পদক্ষেপ..”। এর পরেই তাঁদের এনগেজমেন্টের খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তাঁরা। ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের সেটেই প্রথম পরিচয় প্রমিতা-রুদ্রজিতের। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং এনগেজমেন্ট… পথ চলা বাকি এখনও অনেকটাই। ফেব্রুয়ারি যে সত্যিই প্রেমের মাস তা বারেবারেই প্রমাণ করছে টলিউড।