মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ধর্মেন্দ্র! কী বললেন মেয়ে এষা?
তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। যদিও নিজের শেষ ছবি মুক্তির আগেই প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। শুধু অভিনেতার পরিবারের সদস্যরাই নন ধর্মেন্দ্রর এরূপ সম্মান পাওয়ার খবর পোয়ে ছবি প্রেমী এবং ধর্মেন্দ্র ভক্তরা সকলেই আপ্লুত ও আবেগঘন হয়ে পড়েছেন।

সানি দেওলের নতুন ছবি ‘বর্ডার ২’ দেখে দারুণ খুশি বোন এষা দেওল। ভাই সানি দেওলের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ভূয়সী প্রশংসা করেছেন এষা। ইনস্টাগ্রাম স্টোরিতে এষা লিখেছেন, “তুমি দ্য বেস্ট”। প্রশংসার সঙ্গে সঙ্গে সপরিবারে ও বন্ধুদের সঙ্গে সকলকে এই ছবি দেখতে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে বোন আহানা দেওল ও ভাই সানি দেওলের সঙ্গে ‘বর্ডার ২’ দেখতে গিয়েছিলেন এষা। তিন ভাইবোনকে একসঙ্গে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরাও। দীর্ঘদিন পর তিন ভাই বোনকে একসঙ্গে দেখে বেশ খুশি ভক্তরা।
এই খুশির মাঝেই এষার জীবনে এসেছে আরেকটি গর্বের মুহূর্ত। দেশের প্রখ্যাত অভিনেতা ও তাঁর বাবা ধর্মেন্দ্র মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন। এই খবর শেয়ার করে এষা লেখেন, বাবার এই সম্মান গোটা পরিবারের কাছে অত্যন্ত গর্বের। বাবার সাফল্যে আবেগঘন হয়ে পরেছেন অভিনেত্রী। গত বছর ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। ছয় দশক ধরে ৩০০ টিরও বেশি ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর অভিনীত শেষ ছবি ‘ইক্কিস’। যদিও নিজের শেষ ছবি মুক্তির আগেই প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। শুধু অভিনেতার পরিবারের সদস্যরাই নন ধর্মেন্দ্রর এরূপ সম্মান পাওয়ার খবর পেয়ে ছবি প্রেমী এবং ধর্মেন্দ্র ভক্তরা সকলেই আপ্লুত ও আবেগঘন হয়ে পড়েছেন।
একদিকে ভাইয়ের সিনেমার সাফল্য, অন্যদিকে বাবার জাতীয় সম্মান এই দুই মিলিয়ে এষা দেওলের জন্য সময়টা যে ভীষণই স্পেশাল, তা বলাই বাহুল্য। অন্যদিকে, দেশপ্রেমে ভরপুর ছবি ‘বর্ডার ২’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। সানি দেওলের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।
