ভুল, নকল উচ্চারণ! সোনামের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ধুন্ধুমার কাণ্ড
Sonam Kapoor: আগেও তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে। নয় নিজের মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। না হলে সমালোচিত হয়েছেন নিজের উচ্চারণের জন্য। তিনি হলেন অভিনেত্রী সোনাম কাপুর। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই বলেন যে কিছু কিছু ক্ষেত্রে নায়িকা একটু বেশিই রূঢ় ব্যবহার করে ফেলেন। আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী।
আগেও তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে। নয় নিজের মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। না হলে সমালোচিত হয়েছেন নিজের উচ্চারণের জন্য। তিনি হলেন অভিনেত্রী সোনাম কাপুর। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই বলেন যে কিছু কিছু ক্ষেত্রে নায়িকা একটু বেশিই রূঢ় ব্যবহার করে ফেলেন। আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। আবারও নায়িকার ভিডিয়ো নিয়ে হাসাহাসি ভক্তমহলে। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সোনাম।
যেখানে তিনি ভাগ করে নিয়েছিলেন তাঁর বিভিন্ন পছন্দের বিষয়। যেমন কোথায় ঘুরতে যেতে ভালবাসেন তিনি। নায়িকার প্রিয় ব্র্যান্ড কী মেকআপের। এই রকম অনেক কিছু। সেই ভিডিয়ো থেকেই যত আলোচনার শুরু। নায়িকার পুরনো ভিডিয়োর কথাই মনে পড়েছে অনেকের। নায়িকার এমনই এক ভিডিয়ো নিয়ে জলঘোলা হয়েছিল। তাঁর উচ্চারণ পুরোটাই নকল এমনটাই দাবি করেছিলেন অনুরাগীদের একাংশ। নকল উচ্চারণের জন্য তাঁর কয়েকটি শব্দের উচ্চারণও নকল শোনা গিয়েছিল। সেটাই আরও সমস্যায় ফেলে অভিনেত্রীকে।
একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে সমাজমাধ্যমের পাতা। একজন লেখেন, “সোনাম দেশের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের মতোই কাজ করছেন। কিন্তু উল্টো দিক থেকে। এক দিকে যেমন দেশের বিদেশ মন্ত্রী গোটা পৃথিবীর সঙ্গে দেশের সুসম্পর্ক তৈরি করতে চাইছেন। অন্য দিকে সোনাম ভারতীয়দের সম্পর্কে একটি বাজে ধারণা তৈরি করছেন পৃথিবীর মানুষের সামনে এমন নকল উচ্চারণে কথা বলে।” এই বিতর্কের অবশ্য কোনও জবাব দেননি অভিনেত্রী। শুধু উচ্চারণ নয়, নিজের মন্তব্যের জন্যও কটাক্ষের শিকার হয়েছিলেন নায়িকা। যদিও কারও কোনও কথাতেই তিনি গুরুত্ব দিতে রাজি নন। ছেলে এবং স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন সোনাম।