ঝরনার জলে ভেসে এল ‘ফ্যামিলি ম্যান’ অভিনেতার মরদেহ! গুয়াহাটির জঙ্গলে রহস্যমৃত্যু রোহিত বাসফোরের
অসমের ছেলে রোহিত বহু বছর ধরেই রয়েছেন মুম্বইয়ে। বিজ্ঞাপনের পাশাপাশি সিরিজ, সিনেমায় অভিনয়ও করছিলেন তিনি। কয়েকদিন আগেই ছুটি কাটাতে গুয়াহাটির বাড়িতে এসেছিলেন, তারপরই রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিকে যান। সন্ধ্যা হয়ে গেলে, রোহিত বাড়ি না ফেরায় খোঁজ পড়ে তাঁর।

গুয়াহাটির গড়ভাঙ্গার জঙ্গলে রহস্যমৃত্যু ফ্যামিলি ম্যান সিরিজ খ্য়াত অভিনেতা রোহিত বাসফোরের। জানা গিয়েছে, গত রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন তিনি। জঙ্গলের ঝরনার জলে মৃত অবস্থায় পাওয়া যায় রোহিতকে। রোহিতের পরিবারের দাবি, ছেলেকে খুন করা হয়েছে।
অসমের ছেলে রোহিত বহু বছর ধরেই রয়েছেন মুম্বইয়ে। বিজ্ঞাপনের পাশাপাশি সিরিজ, সিনেমায় অভিনয়ও করছিলেন তিনি। কয়েকদিন আগেই ছুটি কাটাতে গুয়াহাটির বাড়িতে এসেছিলেন, তারপরই রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিকে যান। সন্ধ্যা হয়ে গেলে, রোহিত বাড়ি না ফেরায় খোঁজ পড়ে তাঁর। অভিনেতাকে ফোন করার চেষ্টা করেও পাওয়া যায়নি। পরিবারের লোক পুলিশকে জানিয়েছে, এক বন্ধুই ফোন করে দুর্ঘটনার কথা জানান। রোহিতকে হাসপাতালেও নিয়ে যায় বন্ধুরা, তবে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন আগে গাড়ি পার্কিং নিয়ে এলাকার দুই ব্যক্তির সঙ্গে ঝগড়া হয়েছিল রোহিতের। তাঁরা প্রকাশ্য়েই প্রাণনাশের হুমকি দিয়েছিল। তারপরই এই ঘটনা। পরিবারের অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ তদন্তে নেমেছেন। রোহিত ফ্য়ামিলি ৩ সিরিজে মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।
