Taapsee Pannu: অভিনয় থেকে প্রযোজনায় অনেক তারকাই নাম লিখিয়েছেন, এবার সেই তালিকায় তাপসী পান্নু
Taapsee Pannu: নারী কেন্দ্রিক ছবিতে কাজ করতে ভালবাসেন। এবার তিনি আসছেন নতুন অবতারে। অভিনয় নয়, তিনি এবার ছবির প্রযোজক।
প্রথম ছবি থেকে সকলের নজর কেড়েছিলেন তাপসী পান্নু (Taapsee Pannu)। ‘পিঙ্ক’ ছবির নায়িকা বরাবরই অন্যরকম ছবি করতে ভালবাসেন। ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজ, তিনি সবেতেই নিজেকে আলাদা রাখেন সকলের থেকে। এমনকি ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো (Mathias Boe)-এর সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি কোনও কথা বলা পছন্দ করেন না। নারী কেন্দ্রিক ছবিতে কাজ করতে ভালবাসেন। এবার তিনি আসছেন নতুন অবতারে। অভিনয় নয়, তিনি এবার ছবির প্রযোজক। ভায়াকম ১৮ আর বিএলএম পিকচার্সের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছেন তিনি। আর প্রথম প্রযোজনাতেও রয়েছে অন্য ভাবনা। তাঁর প্রযোজিত ছবির নাম ‘ধক ধক’। ছবির নাম শুনে মাধুরী দীক্ষিত অভিনীত বেটা ছবির রিমেক ভাবার কোনও কারণ নেই। এই ছবির সঙ্গে তার কোনও মিল নেই।
তাহলে ছবির বিষয় কী? চার নারীর গল্প ‘ধক ধক’। ছবির নাম ঘোষণার সঙ্গে তাপসী একটি ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাগ করেছেন। যেখানে দেখা যাচ্ছে দিয়া মির্জা, রত্না পাঠক শাহ, ফতিমা সানা শেখ এবং সঞ্জনা সাংঘাই- সকলে বাইকে বসে। দেখে মনে হচ্ছে চারজনে যেন কোনও অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। চার জন চার ধরনের পোশাক পরে। রত্না পাঠক সালোয়ার, ফতিমা টপ-শর্টস, সঞ্জনা ডেনিম জ্যাকেট আর দিয়া সালোয়ারের সঙ্গে পরেছেন হিজাব। বোঝাই যাচ্ছে ভিন্ন ধর্মালম্বী চার জন। তাহলে তাঁদের মিল কোথায়? সকলেই আত্মবিশ্বাসের সঙ্গে বাইকে বসে। মাস খানিক আগে তাপসী জানিয়েছিলেন তিনি প্রযোজনায় আসছেন আউটসাইডার্স ফিল্মস ব্যানার নিয়ে। প্রথম ছবি নামও ঘোষণা করা হয় তখন। ছবির নাম ‘ব্লার’। এই ছবিতে তাপসী অভিনয়ও করছেন। এবার নিয়ে এলেন দ্বিতীয় ছবি। এই ছবিতে তিনি অভিনয় করবেন কিনা, তা এখনও জানাননি। তবে তাঁর ছবির চার নায়িকা বাইকে চড়ে কোথায় যাচ্ছেন, তা জানিয়েছেন।
View this post on Instagram
ইন্টাগ্রামের ছবি পোস্ট করে তিনি লেখেন, “ধক ধক টিমের সঙ্গে সারাজীবনের রাইডে যোগ দিন, চারজন মহিলা আত্ম-আবিষ্কারের এক উত্তেজনাপূর্ণ যাত্রায় বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাসে চড়েছেন”। তিনি এই পোস্ট চার অভিনেত্রী ছাড়াও সকল কলাকুশলীদের সঙ্গে ভাগ করে নেন। তাঁর পোস্ট দেখে বলিউডের বন্ধুরা সাধুবাদ দিয়েছেন। পরে দিয়া, সঞ্জনাও তাঁদের সোশ্যাল মাধ্যম থেকে একই ছবি ভাগ করেন। সেখানেও সকলকে অভিনন্দন জানানো হয়েছে। ছবি নিয়ে তাপসী বলেছেন, “আমরা দর্শকদের একটি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি যা তাঁরা খুব কমই পর্দায় দেখেছেন। ‘ধক ধক’ চারজন নারীর গল্প। যাঁরা উপলব্ধি করে যে নিজের স্বাধীনতার মালিক হতে হবে, কেউ তা দেবে না। Viacom18 Studios আমার চলচ্চিত্র জীবনে সবসময় আমার পাশে থেকেছে। ‘চশমে বদ্দুর’, ‘শাবাশ মিঠু’র পর এখন ‘ধক ধক’ পর্যন্ত আমার চলা পথে একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি নিশ্চিত যে এই রাইডটি সকলকে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখাবে”।তাপসীর হাতে এখন অনেক কাজ। করছেন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’, শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’, ‘দোবারা’, ‘তড়কা’ আর নিজের প্রযোজনায় ‘ব্লার’।