দিলজিতের সঙ্গে পাক যোগ, চরম বিপাকে এবার সানির ‘বর্ডার ২’
CBFC-র কাছেও অনুরোধ জানানো হয়েছে যেন 'সরদার জি ৩' কোনও ভাবেই ভারতে সার্টিফিকেশন না পায়। জে.পি দত্তের ১৯৯৭ সালের কালজয়ী ছবি বর্ডার-এর সিক্যুয়ল 'বর্ডার ২' পরিচালনা করছেন অনুরাগ সিং।

বেশকিছু দিন আগে থেকেই চর্চায় ‘বর্ডার ২’ ছবি। সানি দেওলের আরও এক ব্লকবাস্টার প্রজেক্ট হতে চলেছে বলেই ধারণা একশ্রেণির। তবে বলিউডে সর্বাধিক চর্চিত ছবি ‘বর্ডার ২’-এ অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ-এর কাস্টিং নিয়ে তীব্র আপত্তি জানালো ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। নেপথ্য তাঁর সম্প্রতি ‘সরদার জি ৩’ বিতর্ক। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে দিলজিতের কাজের সূত্র ধরেই এই চিঠি ও ছবি নির্মাতাদের বিষয়টা ভেবে দেখার আর্জি জানালো ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ।
FWICE-এর এই আপত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে দিলজিৎ দোসাঞ্জের আগামী পাঞ্জাবি ছবি ‘সরদার জি ৩’, যেখানে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সহ আরও তিন পাকিস্তানি শিল্পী অভিনয় করেছেন। ছবিটি ২৭ জুন বিদেশে মুক্তি পেতে চলেছে ঠিকই, কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড বা ইউটিউবে-এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
FWICE-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে দিলজিৎকে ‘বর্ডার ২’-এর মতো একটি দেশপ্রেমমূলক ছবিতে নেওয়া সরাসরি শিল্পীদের ভাবাবেগে আঘাত করা। শুধু নির্মাতাদের কাছেই নয়, FWICE চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রক, বৈদেশিক মন্ত্রক, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক-কেও। তারা দিলজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং ‘সরদার জি ৩’-এর প্রযোজকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে।
এছাড়া, CBFC-র কাছেও অনুরোধ জানানো হয়েছে যেন ‘সরদার জি ৩’ কোনও ভাবেই ভারতে সার্টিফিকেশন না পায়। জে.পি দত্তের ১৯৯৭ সালের কালজয়ী ছবি বর্ডার-এর সিক্যুয়ল ‘বর্ডার ২’ পরিচালনা করছেন অনুরাগ সিং। অভিনয়ে রয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, এবং আহান শেট্টি। ২৩ জানুয়ারি ২০২৬-এ ছবি মুক্তির দিন স্থির হয়েছে। যদিও ছবির অধিকাংশ শুট ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে খবর। এর মাঝে কীভাবে দিলজিৎ বাদ পড়ছেন, কিংবা কী সিদ্ধান্ত নেওয়া হবে ছবিকে কেন্দ্র করে তাই এখন দেখার।
