করোনার কারণে শুটিংয়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ ফেডারেশনের, না মানলে শাস্তি

'রামসেতু' ছবির সেটে একসঙ্গে ৪৫ জন ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সব দিক নিরীক্ষণ করেই করোনা রুখতে নয়া পদক্ষেপ নিল The Federation of Western India Cine Employees

করোনার কারণে শুটিংয়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ ফেডারেশনের, না মানলে শাস্তি
-প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Apr 09, 2021 | 9:35 PM

ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াচ্ছে এক লক্ষের উপর। মহারাষ্ট্র জুড়ে পরিস্থিতি বেজায় খারাপ। গত এক মাসে অক্ষয় কুমার, আমির খানসহ তামাম বলিস্টারেরা আক্রান্ত হয়েছেন করোনায়।

‘রামসেতু’ ছবির সেটে একসঙ্গে ৪৫ জন ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সব দিক নিরীক্ষণ করেই করোনা রুখতে নয়া পদক্ষেপ নিল The Federation of Western India Cine Employees সংক্ষেপে FWICE…

FWICE-এর সভাপতি বিএনতিওয়ারি জানিয়েছেন, ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা হয়েছে তাঁদের। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সাপেক্ষেই।

কী কী নিয়ম মানতেই হবে

খুব বেশি সংখ্যক ব্যক্তি নিয়ে  নাচের দৃশ্য আপাতত বাদ। জমায়েতের সিনেও কাটছাঁট।

ছবির সেটে, পোস্ট প্রোডাকশান বা রেকর্ডিংয়ের সময়েও মাস্ক পরতেই হবে।

FWICE-এর পর্যবেক্ষণকারী দল সেট ভিজিটে আসবে প্রায় প্রতিদিনই।

যদি কোনও ব্যক্তি কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে না চলেন তবে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে FWICE।

মুম্বইয়ের সপ্তাহান্তে লকডাউন চলছে। সেই সময়েও লকডাউন অমান্য করে শুটিং চালালে তা অপরাধ বলে বিবেচিত হবে।

করোনার বাড়াবাড়িতে ইতিমধ্যেই স্থগিত হয়েছে বেশ কিছু ছবির শুভমুক্তি। বন্ধ হয়েছে, শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’-এর শুটও। সব মিলিয়ে অবস্থার অবনতি ঘটছে ক্রমশ।