‘মন্নত’-এর ছাদ নতুন করে সাজালেন গৌরী, দেখুন ছবি

লকডাউনের সময়টা কাজে লাগিয়ে গৌরী বদলে ফেলেছেন বাড়ির লুক।

‘মন্নত’-এর ছাদ নতুন করে সাজালেন গৌরী, দেখুন ছবি
গৌরী খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 1:32 PM

তিনি নিজে একজন ইন্টিরিয়র ডিজাইনার। সেটাই তাঁর পেশা। নেশাও বটে। ফলে নিজের বাড়িও যে পরিপাটি করে সাজাবেন, তা তো স্বাভাবিক। তিনি অর্থাৎ গৌরী খান (Gauri khan)। মুম্বইয়ের ‘মন্নত’ (Mannat) বাংলোই হোক বা তাঁদের দিল্লির বাড়ি, শাহরুখ ঘরণী মাঝেমধ্যেও ভোল বদলে দেন অন্দরের।

সদ্য ‘মন্নত’-এর ছাদের লুক বদলে ফেলেছেন গৌরী। লকডাউনের সময়টা কাজে লাগিয়ে বদলে ফেলেছেন বাড়ির লুক। সুন্দর একটি বসার কাঠের বেঞ্চ। পাশে বড় টবে রাখা বাহারি গাছ। ঠিক যেন আড্ডার তৈরি পরিবেশ।

আরও পড়ুন, “আমি অখণ্ড ভারতের কথা বলি, আর আমার বিরুদ্ধেই জাতিকে বিভক্ত করার অভিযোগ!”

গৌরি এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ধরনের মুহূর্ত সত্যিই খুব ভাল লাগে। এক কাপ কফি হাতে আমার প্রিয় ছাদে এই পরিবেশটা উপভোগ করতে হয়। লকডাউনের মধ্যে আমার ছাদটা সুন্দর করে মেকওভার করেছি। ফ্রেশ ভাবে সাজিয়েছি।’

View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

কিছুদিন আগেই তাঁদের দিল্লির বাড়ির মেকওভারের ছবি শেয়ার করেছিলেন দম্পতি। শাহরুখ লিখেছিলেন, ‘দিল্লিতে আমাদের অনেক ভাল স্মৃতি রয়েছে। গৌরী আমাদের দিল্লির বাড়ির ভেতরটা নতুন করে ডিজাইন করেছে। তাতে জড়িয়ে রয়েছে অনেকটা ভালবাসা আর নস্টালজিয়া।’

আরও পড়ুন, হ্যারি পটারের লুকে মাধুরী! হঠাৎ এই পরিবর্তন কেন?

দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে শাহরুখ-গৌরীর ওই বাড়ি। মুম্বই যাওয়ার আগে জন্ম এবং পড়াশোনা এই দিল্লিতেই করেছেন শাহরুখ। তাই ছোটবেলার বহু স্মৃতি রয়েছে ওই বাড়ি ঘিরে। গৌরীর সঙ্গে দেখা এবং প্রেমও ওই শহরেই। তাই রিয়েল লাইফ জুটি হিসেবে ওই বাড়ি ঘিরে রয়েছে তাঁদের বহু স্মৃতি। দিল্লির বাড়ির প্রতিটি কোণ গৌরী সাজিয়েছেন নিজের মতো করে। দম্পতির দুবাইতেও একটি বাড়ি রয়েছে। দিল্লির বাড়ির অন্দর নয়, বাইরে একটি ছোট্ট বাগান রয়েছে। সেই জায়গাটাই নাকি শাহরুখের সবথেকে প্রিয়। তেমনই মুম্বইয়ের ‘মন্নত’-এর প্রিয় ছাদ। সিক্রেট শেয়ার করেছেন গৌরী।