অদিতি-দেবরাজের দাম্পত্যের সত্যিটা জানেন! আলাদা হয়েও কীভাবে হল বিয়ে?
Aditi Munshi: দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সী--- একজন কাউন্সিলর, অন্যজন বিধায়ক হলেও তাঁর প্রথম পরিচয় সুগায়িকা। পেশাগত দিক দিয়ে দু'জনেই আলাদা। তবে ওই যে বলে 'অপোজিট অ্যাট্রাক্টস'। গত বছরের শেষেই চক্রবর্তী পরিবারের অন্দরে হানা দিয়েছিল সিবিআই।
Most Read Stories