একসময় ম্যাগি সেদ্ধ করা জল খেয়ে দিন কাটিয়েছেন, কীভাবে উত্থান দেবলীনা নন্দীর?
সেই দেবলীনার দাম্পত্য জীবনের টানাপোড়েন এখন সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসায় হতবাক অনুরাগীরা। পাইলট স্বামী প্রবাহকে সঙ্গে নিয়ে মূলত সুখের সংসারের ভিডিয়োই দেখতে অভ্যস্ত নেটিজেনরা। কিন্তু হঠাৎ করেই সুখের সংসারে নজর লাগল কার? দেবলীনার অভিযোগের তীর অবশ্য তাঁর স্বামী প্রবাহর দিকেই।

দেবলীনা নন্দীকে নিয়ে এই মুহূর্তে সোশাল মিডিয়া তোলপাড়। একাধারে গায়িকা, অভিনেত্রী এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষনীয়। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে তাঁর লক্ষাধিক ফলোয়ার। পুরনো গানের রিমিক করে কিংবা নতুন গান গেয়ে বরাবরই নজর কেড়ে নেন দেবলীনা নন্দী। সেই দেবলীনার দাম্পত্য জীবনের টানাপোড়েন এখন সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসায় হতবাক অনুরাগীরা। পাইলট স্বামী প্রবাহকে সঙ্গে নিয়ে মূলত সুখের সংসারের ভিডিয়োই দেখতে অভ্যস্ত নেটিজেনরা। কিন্তু হঠাৎ করেই সুখের সংসারে নজর লাগল কার? দেবলীনার অভিযোগের তীর অবশ্য তাঁর স্বামী প্রবাহর দিকেই।
খুব কষ্টেই শৈশব কেটেছে দেবলীনা নন্দীর। অর্থকষ্টে বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে বেড়ার বাড়িতে এসে ওঠেন দেবলীনা, তাঁর ভাই ও মা-বাবা। জোশ টকে এসে দেবলীনা জানিয়ে ছিলেন, তাঁর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সংসার প্রায় ডুবতে বসেছিল। সেই ডুবন্ত সংসারের হাল ধরেছিলেন দেবলীনার মা। একাই সামলে ছিলেন গোটা সংসার। স্কুল থেকে কলেজ খুব কষ্টের মধ্যে দিয়েই চলেছিল দেবলীনার। পাড়া-প্রতিবেশীর কাছ থেকে সাহায্যেই পড়াশুনো চলত। এমনকী, কেউ ভালবেসে ম্যাগির একটা প্যাকেট দিয়ে গেলে, ম্যাগিটা খেতেন তাঁর ভাই, আর ম্যাগির জল খেতেন দেবলীনা। কিন্তু লড়াই করে গিয়েছেন দেবলীনা। পাশে পেয়েছিলেন মাকে।
প্রায় দুবছর বয়স থেকেই গান শিখতেন দেবলীনা। বরাবরই স্বপ্ন ছিল বড় গায়িকা হওয়ার। আসলে, দেবলীনার মা, নিজের স্বপ্নকেই, মেয়ের মধ্যে দিয়ে পূরণ করছিলেন। শত কষ্টেও গান ছাড়েননি। খুব ছোট থেকেই স্টেজ শো করতেন দেবলীনা। মা-বাবার হাত ধরেই নানা ব্যান্ডে গান গাইতে যেতেন। জনপ্রিয় রিয়্যালিটে শোয়েও অংশ নিয়েছিলেন দেবলীনা।
দেবলীনার পরিচিতির মূল ভিত্তি হলো তাঁর সঙ্গীত প্রতিভা। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া দেবলীনা আধুনিক ও লোকসঙ্গীতেও সমান পারদর্শী। ইউটিউব এবং ফেসবুকের পাতায় তাঁর গাওয়া বিভিন্ন জনপ্রিয় বাংলা গানের ‘কভার’ ভার্সনগুলি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। তাঁর কণ্ঠের নিজস্বতা এবং গায়কীর সারল্য তাঁকে দ্রুত জনপ্রিয়তা এনে দিয়েছে। শুধুমাত্র কভার নয়, মৌলিক গানের ক্ষেত্রেও তিনি নিজের ছাপ রাখছেন। সেখান থেকে প্রথম সাফল্যের সিঁড়িতে পা। এরপর সোশাল মিডিয়ায় একের পর এক গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন দেবলীনা। এই মুহূর্তে ইউটিউবে তাঁর ১.২৮ মিলিয়ান। ইনস্টাগ্রাম, ফেসবুকেও দারুণ জনপ্রিয়তা তাঁর। গানের পাশাপাশি সিনেমায়, সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। নানা প্রসাধনীর ব্র্যান্ডের মুখ তিনি। ২০২৪ সালে পেশায় পাইলট প্রবাহ নন্দীকে বিয়ে করেন দেবলীনা। রাজারহাটের এক আবাসনে তাঁদের সংসার। বরের সঙ্গে মাঝে মধ্যেই খুনসুটির ভিডিয়ো শেয়ার করতেন দেবলীনা। প্রবাহের সঙ্গে তাঁর রসায়নও পছন্দ ছিল নেটিজেনদের।
