বিলাসবহুল বাড়ি, লাখ লাখ টাকার গাড়ি! পঞ্চায়েতের ‘সচিবজি’ জিতেন্দ্র কুমারের সম্পত্তি কত জানেন?
শুধু কী বাড়ি, ব্যাঙ্ক ব্য়ালেন্সও মোটা অঙ্কের। সেই বিলাসবহুল বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে তাঁর লাখ টাকার গাড়ি। পঞ্চায়েতের নতুন সিজন মুক্তি পাওয়ার আগে জেনে নেওয়া যাক, বাস্তবে কতটা বিত্তশালী পঞ্চায়েতের অভিষেক ত্রিপাঠী।

পঞ্চায়েত সিরিজে ফুলেরা গ্রামের সচীবজি ওরফে অভিনেতা জীতেন্দ্র কুমার, যতই কষ্ট করে ছোট ঘরে থাকুন না কেন, বাস্তবে কিন্তু তাঁর বিলাসবহুল বাড়ি। শুধু দারুণ বাড়ি নয় , ব্যাঙ্ক ব্য়ালেন্সও মোটা অঙ্কের। সেই বিলাসবহুল বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে তাঁর লাখ টাকার গাড়ি। পঞ্চায়েতের নতুন সিজন মুক্তি পাওয়ার আগে জেনে নেওয়া যাক, বাস্তবে কতটা বিত্তশালী পঞ্চায়েতের অভিষেক ত্রিপাঠী।
জিতেন্দ্রর ইনস্টাগ্রামে নজর দিলেই বোঝা যায় কতটা রুচিশীল তিনি। জিতেন্দ্রর বাড়ির দেওয়ালে রয়েছে ডুডল পেন্টিং। তথ্য বলছে, পেন্টিংয়ের খুবই ভক্ত জিতেন্দ্র। সঙ্গে গাছপালাও ভালবাসেন তিনি। নিজের ঘরে প্রচুর গাছপালাও রেখেছেন জিতেন্দ্র।
তথ্য বলছে, জিতেন্দ্রর এই বাংলা স্টাইল বাড়ির দাম কয়েক কোটি টাকা। তবে বাড়ির সঙ্গে সঙ্গে জিতেন্দ্রর কালেকশনে রয়েছে বেশ কয়েকটি চোখ ধাঁধানো বিলাসবহুল গাড়ি। রয়েছে ৮৮.১৯ লাখ টাকার মার্সেটিজ বেঞ্জ। রয়েছে, আরও একটি ৮২.১০ লাখ টাকার মার্সেটিজ ই ক্লাস, ৪৮.৪৩ লাখ টাকার টয়োটা ফর্চুনার। এখানেই শেষ নয়, জিতেন্দ্রর কাছে রয়েছে ৪২ লাখ টাকার মিনি কান্ট্রিম্যানও।
সামনেই মুক্তি পেতে চলেছে পঞ্চায়েতের নতুন সিজন। এবারও সবার নজর ফুলেরা গ্রাম ও সচিবজির উপর। তথ্য অনুযায়ী, এই সিরিজে প্রত্য়েক এপিসোডের জন্য ৭৭ হাজার টাকা পারিশ্রমিক পান জিতেন্দ্র কুমার।





