AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন আর সিনেমার গান নয়? অবসরের আসল কারণ জানালেন খোদ অরিজিৎ সিং

এক নম্বর গায়কের আচমকা এমন সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিনোদুনিয়ায়। সবার মনেই প্রশ্ন কেন হঠাৎ কেন এমনটা ঘোষণা করলেন তিনি! তবে অরিজিৎ তাঁর প্রাইভেট এক্স প্রোফাইলে অরিজিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যের কারণগুলো।

কেন আর সিনেমার গান নয়? অবসরের আসল কারণ জানালেন খোদ অরিজিৎ সিং
| Updated on: Jan 28, 2026 | 11:52 AM
Share

মঙ্গলবার রাতে রীতিমতো বোমা ফাটালেন অরিজিৎ সিং। অনুরাগীদের চমকে দিয়ে প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ। জিয়াগঞ্জের সাধারণ ছেলে এবং বলিউডের এক নম্বর গায়কের আচমকা এমন সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিনোদুনিয়ায়। সবার মনেই প্রশ্ন কেন হঠাৎ কেন এমনটা ঘোষণা করলেন তিনি! তবে অরিজিৎ তাঁর প্রাইভেট এক্স প্রোফাইলে অরিজিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যের কারণগুলো।

সাফল্যের শিখরে থাকা অবস্থায় আকস্মিক প্রস্থান। অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা যেন বিনোদন জগতে এক প্রবল ভূমিকম্প। কেন এই সিদ্ধান্ত? বলিউডের গ্ল্যামার কি তবে ফিকে হয়ে এল গায়কের কাছে? জল্পনা যখন তুঙ্গে, তখনই নিজের নীরবতা ভেঙে অবসরের নেপথ্য কারণ স্পষ্ট করলেন খোদ অরিজিৎ।

সম্প্রতি নিজের প্রাইভেট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভক্তদের মুখোমুখি হন অরিজিৎ। সেখানে এক অনুরাগী তাঁর সিদ্ধান্তের কারণ জানতে চাইলে অরিজিৎ জানান, এই বিদায়ের পেছনে একাধিক কারণ রয়েছে। তিনি লেখেন, “আমি অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলাম, অবশেষে সাহস সঞ্চয় করতে পেরেছি। আসলে আমার খুব তাড়াতাড়ি একঘেয়েমি চলে আসে। যে কারণে বারবার আমি আমার গানের ধরণ এবং স্টেজে পারফর্ম করার ভঙ্গি বদলাতে থাকি।”

Arijit (1)

গায়ক আরও যোগ করেন যে, তিনি চান এমন নতুন কোনো প্রতিভার আবির্ভাব হোক, যাঁর কাজ দেখে তিনি নিজে পুনরায় অনুপ্রাণিত হতে পারেন। অর্থাৎ সৃজনশীলতার এই স্থবিরতাই তাঁকে প্লেব্যাক থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

নেটিজেনদের বড় একটি অংশ অরিজিতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বর্তমানের বলিউড আর অরিজিৎ সিং কার্যত সমার্থক হয়ে উঠেছিল। অতি সাধারণ মানের ছবিতেও ব্যবসায়িক সাফল্যের জন্য অরিজিতের গান রাখা যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছিল। এর ফলে তাঁর গানগুলো একঘেয়ে হয়ে যাচ্ছিল এবং তাঁর গায়কির যে বৈচিত্র্য বা ‘ভার্সেট্যালিটি’, তা কোথাও গিয়ে বাধা পাচ্ছিল। নিজের শিল্পীসত্তাকে বাণিজ্যিক ছক থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বোদ্ধারা।

তবে গুঞ্জন এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, অরিজিৎ সিং এবার পরিচালনার ময়দানে নামতে চলেছেন। প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে একটি বড় বাজেটের অ্যাডভেঞ্চার ছবি নিয়ে কাজ শুরু করতে চলেছেন তিনি, যা সারা দেশে মুক্তি পাওয়ার কথা। অর্থাৎ কেরিয়ারের দ্বিতীয় ইনিংস বা নতুন কোনো অধ্যায় শুরু করতেই কি তবে চিরচেনা রেকর্ডিং স্টুডিও থেকে বিদায় নিলেন তিনি? আপাতত এই প্রশ্নের উত্তর ঘিরেই সরগরম টলিপাড়া থেকে বি-টাউন।