BJP: মার্চের শুরুতে শিলিগুড়ি থেকেই রাজ্যজুড়ে রথযাত্রা বিজেপির, চুপ করে বসে নেই তৃণমূলও
BJP’s Rath Yatra: অন্যদিকে, ভোট এগিয়ে আসতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতারা। রাজ্যের শাসকদলের পক্ষ থেকেও তৈরি করা হচ্ছে রণনীতি। সে কথাই বলছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলছেন, পরীক্ষার সময় আমরাও বড় সভা ইত্যাদি করছি না। কিছু স্ট্রাটেজি তৈরি হচ্ছে।

শিলিগুড়ি: ফের রথযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। উত্তরবঙ্গে শক্তি বেশী থাকায় শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত হবে। তারপর পর্যায়ক্রমে রাজ্যের অনত্র পৌছাবে সেই রথ। পরিবর্তন যাত্রা হিসেবেই পরিবর্তনের ডাক দিয়ে রথ নিয়ে জেলায় জেলায় রোড শো, সভা ইত্যাদি করবে বিজেপি। অন্যদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে গৃহ সম্পর্ক অভিযানও করবে বিজেপি। উত্তরবঙ্গে ৫০ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
অন্যদিকে বিজেপির রথ পৌছাবে জেলায় জেলায়। রথে চেপেই প্রচারে হবে গুচ্ছ গুচ্ছ রোড শো। শিলিগুড়িতে বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল জানান, ফেব্রুয়ারি মাসে সভা সমাবেশ হবে না। তাই বিকল্প হিসেবেই বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। নেতারা কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করবেন। মার্চের প্রথম দিন থেকে ফের প্রচার বড় আকারে শুরু করতে রাজ্যব্যাপী রথযাত্রা শুরু হবে। যার সূচনা হবে শিলিগুড়ি থেকেই।
অন্যদিকে, ভোট এগিয়ে আসতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতারা। রাজ্যের শাসকদলের পক্ষ থেকেও তৈরি করা হচ্ছে রণনীতি। সে কথাই বলছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলছেন, পরীক্ষার সময় আমরাও বড় সভা ইত্যাদি করছি না। কিছু স্ট্রাটেজি তৈরি হচ্ছে। দলের তরফে কিছু পরিকল্পনা এসেছে। সেগুলি করবেন তৃণমূল কর্মীরা। তাঁর সাফ কথা, “আমরাও হাত গুটিয়ে বসে নেই।” প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল মোটের উপর ভালই হয়েছিল। উনিশের লোকসভাতেও দিকে দিকে ফুটেছিল পদ্ম। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলে দেয় ঘাসফুল শিবির। এখন দেখার আসন্ন ভোটে কার পাল্লা ভারী হয়।
