হাসপাতালের সামনে হুইলচেয়ারে ব্র্যাড পিটের ছবি ভাইরাল, উদ্বিগ্ন ফ্যানেরা
যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মাস্কে মুখ ঢেকে, ওভার সাইজড চশমা পরে বসে রয়েছেন তিনি। তাঁকে ঘিরে রয়েছে রক্ষী। দেখা গিয়েছে হাসপাতালের কর্মীদেরও।
পাপারাৎজিদের নজর এড়াতে পারলেন না জনপ্রিয় হলিউড অভিনেতা ব্র্যাড পিট। বেভারলি হিলসের এক চিকিৎসালয়ের সামনে ফ্রেমবন্দী হলেন তিনি। সেই ছবি ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে ভক্তদের মনে। প্ৰিয় অভিনেতাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে উদ্বিগ্ন তাঁরা। তাঁদের প্রশ্ন, তবে কি তিনি অসুস্থ?
যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মাস্কে মুখ ঢেকে, ওভার সাইজড চশমা পরে বসে রয়েছেন তিনি। তাঁকে ঘিরে রয়েছে রক্ষী। দেখা গিয়েছে হাসপাতালের কর্মীদেরও।
অভিনেতা নিজে কিছু না জানালেও জানা যাচ্ছে, দাঁত তুলতেই নাকি হাসপাতালে গিয়েছিলেন তিনি। হাসপাতালের নিয়ম যে কোনও পেশেন্ট রিলিজ হওয়ার সময় তাঁকে হুইল চেয়ারে করে ছাড়া হয়। ব্র্যাড পিটের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
তাই ভক্তদের চিন্তার কারণ নেই। প্ৰিয় অভিনেতা মোটের উপর সুস্থ। যদিও ব্যক্তিগত জীবনে এঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের মামলায় জর্জরিত পিট। চার বছর ধরে চলছে মামলা। খরচ হয়েছে কোটি কোটি টাকা।