দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিজেপির হিরণ? প্রথম স্ত্রীর সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি, এবার পাত্রী কে?
বেনারসের ঘাটে ঠিক এই রূপেই ধরা দিলেন হিরণ। বিজেপি নেতার পাশে লাল বেনারসিতে সেজে টুকটুকে নববধূ। হ্য়াঁ, মঙ্গলবার হঠাৎই ভাইরাল হল হিরণের বরবেশের ছবি। সঙ্গে ভাইরাল তাঁদের সিঁদুরদানের আরেকটি ছবিও।

পরনে হলুদ পাঞ্জাবি, গলায় ফুলের মালা। বর বেশে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বেনারসের ঘাটে ঠিক এই রূপেই ধরা দিলেন হিরণ। বিজেপি নেতার পাশে লাল বেনারসিতে সেজে টুকটুকে নববধূ। হ্য়াঁ, মঙ্গলবার হঠাৎই ভাইরাল হল হিরণের বরবেশের ছবি। সঙ্গে ভাইরাল তাঁদের সিঁদুরদানের আরেকটি ছবিও। গুঞ্জন বেনারসের ঘাটে ফের সাত পাকে বাঁধা পড়লেন হিরণ চট্টোপাধ্যায়। ঘটনাটা সত্য়ি নাকি এআইয়ের কারসাজি?

সিঁদুর দান পর্ব। Photo: Instagram
সূত্রের খবর, বেনারসে বিয়ের সাজে হিরণের সঙ্গে যে মহিলাকে দেখা গিয়েছে, তিনি মডেল ও অভিনেত্রী হৃতিকা গিরি। এই হৃতিকা গিরির সঙ্গেই আগেও এক মন্দিরে দেখা গিয়েছিল হিরণকে। সেই সময় টিভি নাইন বাংলাকে বিস্তারিত কিছুই বলতে চাননি হিরণ। এবারও বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তাঁকে ফোনে যোগাযোগ করা হলে, হিরণের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টলিউডের ‘চকোলেট বয়’ ইমেজ থেকে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন যতটা চর্চিত, তাঁর ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। প্রায় ২২ বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করা এই অভিনেতা-রাজনীতিবিদের বৈবাহিক সম্পর্ক গত কয়েক বছরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও বিচ্ছেদের কালো মেঘ, আবার কখনও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পাশে দাঁড়ানোর বার্তা— এই সবটা নিয়েই হিরণ ও অনিন্দিতা চট্টোপাধ্য়ায়ের দাম্পত্য।

হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় পেশায় একজন সঙ্গীতশিল্পী। ২০০০ সালের ১১ ডিসেম্বর সালের দিকে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাঁদের পরিচয়ের সূত্রপাত আরও আগে। দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দিয়ে তাঁরা সংসার শুরু করেন। তাঁদের একমাত্র কন্যাসন্তান নাইসা। পরিবারের স্বার্থে অনিন্দিতা দীর্ঘ সময় মুম্বই এবং কলকাতায় মেয়েকে নিয়ে থেকেছেন, যখন হিরণ তাঁর রাজনৈতিক কর্মক্ষেত্র খড়্গপুরে সময় দিয়েছেন।
২০২২ সালের মাঝামাঝি সময়ে হিরণ ও অনিন্দিতার বিচ্ছেদের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে সূত্রের খবর, এই রটনা ছড়ালেও, অনিন্দিতার সঙ্গে হিরণের বিচ্ছেদ এখনও হয়নি। তারই মাঝে হিরণের দ্বিতীয় বিয়ের খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে।
