AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hiran: বাজারে প্রচুর ঋণ, ৯০ লাখের ফ্ল্যাট, ফের ‘বিবাহিত’ হিরণের কত সম্পত্তি জানেন

২০২১-এর হলফনামায় স্ত্রী হিসেবে অনিন্দিতার নাম উল্লেখ করেছিলেন হিরণ। তবে আপাতত স্ত্রীর সঙ্গে হিরণের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি হিরণের এক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, বিয়ের সাজে এক মহিলাকে সিঁদুর পরাচ্ছেন তিনি। তাঁর পরণেও ছিল বরবেশ।

Hiran: বাজারে প্রচুর ঋণ, ৯০ লাখের ফ্ল্যাট, ফের 'বিবাহিত' হিরণের কত সম্পত্তি জানেন
Image Credit: Facebook
| Updated on: Jan 20, 2026 | 6:12 PM
Share

কলকাতা: অভিনেতা হওয়ার পাশাপাশি নিজেকে গবেষক বলেও পরিচয় দেন হিরণ। আবার তিনি সক্রিয় রাজনীতিকও। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে খড়্গপুরের বিধায়ক হন তিনি। তাঁর পুরো নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়। ২০০৭ সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি। একসময় তৃণমূলেই ছিলেন। পরে একুশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন হিরণ। লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়লেও জিততে পারেননি। জানেন হিরণের সম্পত্তি কত?

কত আয় হিরণের?

২০২৪-এর নির্বাচনী হলফনামায় হিরণ জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৪২ হাজার ৫৭০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় কয়েক লক্ষ টাকা বাড়ে। ওই অর্থবর্ষে মোট ৯ লক্ষ ১ হাজার ৯১০ টাকা আয় করেছিলেন তিনি। ২০২০-২১ অর্থবর্ষে বিজেপি প্রার্থীর আয় ছিল ৫ লক্ষ ১ হাজার ৬৭০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ৭ লক্ষ ৮০ হাজার ২৫০ টাকা। আর ২০১৮-১৯ অর্থবর্ষে হিরণের আয় ছিল ৮ লক্ষ ৬৮ হাজার ১২৩ টাকা।

বিজেপি প্রার্থী হিরণ, তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের আয়ের হিসেবও জানিয়েছেন হলফনামায়। সেখানে তিনি জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে অনিন্দিতার আয় ছিল ৫ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকা। ৪ লক্ষ ৫ হাজার ৫৭০ টাকা আয় ছিল ২০২১-২২ অর্থবর্ষে। ২০২০-২১ অর্থবর্ষে হিরণের স্ত্রীর আয় ছিল ৫ লক্ষ ৫ হাজার ২৭০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে অনিন্দিতার আয় ছিল ৪ লক্ষ ৮২ হাজার ৯৩০ টাকা। আর ২০১৮-১৯ অর্থবর্ষে ৭ লক্ষ ৬৩ হাজার ৪৭৯ টাকা আয় করেছিলেন হিরণের স্ত্রী।

কত সম্পত্তি, কী কী আছে হিরণের?

হলফনামায় উল্লেখ করা হয়েছে, একাধিক ব্যাঙ্কে টাকা রয়েছে তাঁর ও তাঁর স্ত্রীর। ৪ লক্ষ ৭১ হাজার ৬৯৬ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে তাঁর। আর তাঁর স্ত্রীরও ৫ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। হিরণের কাছে রয়েছে ১৫ লক্ষ টাকার সোনার গয়না। আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১৮ লক্ষ টাকার সোনার গয়না। সব মিলিয়ে হিরণের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার ৮২৮ টাকা। আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৭৭৯ টাকা। তাঁর পরিবারের এক সদস্যের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪২ লক্ষ ৩ হাজার ৩২৬ টাকা।

২০১৫ সালে কসবায় ৩২ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন হিরণ। ২০২৪ সালে যার বাজারমূল্য ছিল ৯০ লক্ষ টাকা। তাঁর ঋণ ছিল ১ কোটি ৫২ হাজার ৩৭ টাকা। নিজের আয়ের উৎস হিসেবে অভিনয়, বিধায়ক হিসেবে পাওয়া ভাতা ও ব্যবসার কথা উল্লেখ করেছেন হিরণ। তাঁর স্ত্রীর আয়ের উৎসও ব্যবসা।

তবে স্ত্রী অনিন্দিতার সঙ্গে হিরণের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি হিরণের এক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, বিয়ের সাজে এক মহিলাকে সিঁদুর পরাচ্ছেন তিনি। তাঁর পরণেও বরবেশ। বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তাঁকে ফোনে যোগাযোগ করা হলে, হিরণের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, স্ত্রী অনিন্দিতার সঙ্গে হিরণের বিচ্ছেদ সম্পন্ন হয়নি বলেই সূত্রের খবর।

'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ
'বাংলার দুঃখ'-কে দুঃখী করছে বালি পাচারকারীরা, গানে গানে প্রতিবাদ
কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ
কারা বেলডাঙায় অশান্তিতে জড়িত? সবটা সামনে আনল মুর্শিদাবাদ পুলিশ
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
BJP কর্মীকে মারধর নিয়ে যুক্তি ব্রাত্যর, শমীক বললেন 'রাম এখানে ব্রাত্য'
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
শুনানিকেন্দ্রে ভাঙচুর, কোথাও অবরোধ, দিকে দিকে তুলকালাম, দেখুন ভিডিয়ো
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মধ্যরাতে থানায় ছুটে গেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মনে SIR ভয়, স্ত্রীর সঙ্গ 'ছেদের' আশঙ্কায় 'আত্মঘাতী' স্বামী!
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
কাজল শেখের বাড়িতে শুনানির নোটিস, হাজিরা দিতে হবে ২৮ তারিখ
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
সিইও দফতরে যাবেন অভিষেক, সময় চেয়ে মেইল পাঠাল তৃণমূল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অদূরে বসে ৫১৯ বছর পুরনো মাছের মেলা