মাধুরীর একাধিক প্রেম ভাঙে, অদ্ভুত ভাবেই মন দেওয়া-নেওয়া হয় স্বামী ডঃ নেনের সঙ্গে

Madhuri Dixit: কথায় আছে, বিপরীত মেরু একে-অপরকে আকর্ষণ করে। ডঃ নেনে এবং মাধুরী দীক্ষিতের প্রেমটাও ঠিক সে রকমই। একজন লাইমলাইট থেকে দূরে। অন্যজন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। শেষে নেনেকেই বিয়ে করেন মাধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন সব ছেড়েছুড়ে। মাধুরীর বিয়ের একটা অদ্ভুত বিষয় ছিল, কী সেটা?

মাধুরীর একাধিক প্রেম ভাঙে, অদ্ভুত ভাবেই মন দেওয়া-নেওয়া হয় স্বামী ডঃ নেনের সঙ্গে
বিয়ের পরপর মাধুরী এবং নেনে।
Follow Us:
| Updated on: May 17, 2024 | 8:00 AM

সত্যি বলতে গেলে তাঁর জীবনে প্রেমের অভাব ছিল না। একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন মাধুরী দীক্ষিত। কেবল অভিনেতা নন, ক্রিকেটার অজয় জাদেজার প্রেমেও পড়েছিলেন মাধুরী। শেষে তিনি বিয়ে করেছিলেন এক চিকিৎসককেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভুত ডাক্তার শ্রীরাম নেনেকে মন দিয়ে বসেছেন মাধুরী। সেই বিয়ের এক অদ্ভুত কাহিনিও আছে। শুনলে অবাক হয়ে যাবেন।

শ্রীরাম নেনে একজন চিকিৎসক। মাধুরী একজন প্রতিষ্ঠিত বলিউড অভিনেত্রী। কীভাবে মাধুরীর মতো সুন্দরী অভিনেত্রীর মন জয় করেছিলেন নেনে, তা এক অদ্ভুত কাহিনি। মাধুরী হলেন সেই অভিনেত্রী যাঁকে নিয়ে পাকিস্তানিরা বলেছিল, “আমরা কাশ্মীরের দিকে তাকাব না, যদি মাধুরীকে পেয়ে যাই”। সেই মাধুরীর জীবন জুড়ে রাজ করেন চিকিৎসক নেনে। এক সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন, নেনের সঙ্গে আমার এক কাজ়িনের বাড়িতে দেখা হয়। আমি ডাক্তারির কিছুই বুঝি না। আর নেনে সিনেমার। আমি যে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তা নেনে জানতেনই না। কেবল এইটুকু জেনেছিলেন, আমি অভিনয় করি। আমার কোনও ছবি তিনি দেখেননি। ফলে আমার জীবন সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। আমিও তেমনই নেনের ডাক্তারির কিছুই বুঝি না।”

কথায় আছে, বিপরীত মেরু একে-অপরকে আকর্ষণ করে। ডঃ নেনে এবং মাধুরী দীক্ষিতের প্রেমটাও ঠিক সে রকমই। একজন লাইমলাইট থেকে দূরে। অন্যজন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। শেষে নেনেকেই বিয়ে করেন মাধুরী। মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন সব ছেড়েছুড়ে। সেখানে জন্ম হল তাঁর তুই পুত্রের। একটা সময় পুত্রদের লালন-পালনে বিরাট সময় ব্যয় করেছিলেন মাধুরী। তাঁর সাক্ষাৎকার নিতে গিয়ে এক সাংবাদিক অবাক হয়ে দেখেছিলেন, স্বপ্নসুন্দরী এ ঘর থেকে ও ঘর বাচ্চাদের পিছনে ভাতের থালা নিয়ে ছুটছেন।

সংসারী হয়ে গেলেও সিনেমায় কিন্তু ফেরত এসেছেন মাধুরী। মুক্তি পায় তাঁর ‘আজা নাচলে’ ছবিটি। অভিনয় করেছেন ওয়েব সিরিজ়েও। এখনও মাধুরী ‘টক অফ দ্য় টাউন’।