AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শ্রীদেবীকে চাই’, বনির প্রস্তাব শুনেই ১১ লাখ চেয়ে বসেন নায়িকার মা, তারপর…

বনি কাপুর যখন শ্রীদেবীর প্রেমে পড়েন, তখন তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তবুও শ্রীদেবীর প্রতি গভীর ভালবাসা তাঁকে থামাতে পারেনি। বনি নিজেই এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যখন শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেন, অভিনেত্রী এতটাই হতবাক হয়ে যান যে ৬ মাস তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলেননি।

'শ্রীদেবীকে চাই', বনির প্রস্তাব শুনেই ১১ লাখ চেয়ে বসেন নায়িকার মা, তারপর...
| Edited By: | Updated on: May 23, 2025 | 2:17 PM
Share

সিনেপাড়ার তিনি মহিলা সুপারস্টার। শ্রীদেবী। যাঁর রূপ, অভিনয় ও ব্যক্তিত্ব মুগ্ধ করেছে গোটা দেশকে। ৩০০-র বেশি ছবিতে অভিনয় করে তিনি বলিউডের তাজ হয়ে ওঠেন। তাঁর ব্যক্তিগত জীবনও ছিল কম চমকপ্রদ নয়। বিশেষ করে প্রযোজক বনি কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক। যা আজও বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনি।

বনি কাপুর যখন শ্রীদেবীর প্রেমে পড়েন, তখন তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তবুও শ্রীদেবীর প্রতি গভীর ভালবাসা তাঁকে থামাতে পারেনি। বনি নিজেই এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যখন শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেন, অভিনেত্রী এতটাই হতবাক হয়ে যান যে ৬ মাস তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলেননি। শ্রীদেবী স্পষ্টই জানিয়েছিলেন—“তুমি তো বিবাহিত, কীভাবে এমন প্রস্তাব দিতে পারো?”

তবে ভালবাসা যে সত্যিই ধৈর্যের পরীক্ষা নেয়, তার প্রমাণ বনি কাপুর। ৬ বছর ধরে ধীরে ধীরে শ্রীদেবীর মন জয় করেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শ্যুটিংয়ে শ্রীদেবীর জন্য তিনি তৈরি করেছিলেন সেরা মেকআপ রুম, নিয়োগ করেছিলেন তিনজন ডিজাইনার। ছবির প্রস্তাব নিয়ে তিনি পৌঁছিয়ে গিয়েছিলেন শ্রীদেবীর বাড়িতে। তখন নায়িকা মা তাঁর ম্যানেজার। শ্রীদেবীকে চাই– বলতেই নায়িকার মা ১০ লাখ টাকা দাবি করে বসেন। সেই মুহূর্তে এই টাকা মোটেও কম ছিল না। তবে বনি কাপুর বিন্দু মাত্র না ভেবে জানিয়েছিলেন তিনি ১১ লাখ টাকা দেবেন। তারপরই শুরু হয় ছবির কাজ। পাশাপাশি কাছে আসতে থাকেন তাঁরা। অবশেষে ১৯৯৬ সালে শ্রীদেবী ও বনি কাপুর গাঁটছড়া বাঁধেন।