রাত দু’টোয় কেন নায়িকারা ফোন করেন অনিন্দ্যকে? খোলসা করলেন অভিনেতা
Anindya Secret: এই মুহূর্তে 'পরিণীতা' ধারাবাহিকে দেখা যাচ্ছে অনিন্দ্যকে। সেখানে খলনায়কের চরিত্র করছেন। আবার অনিন্দ্য চট্টোপাধ্যায় অভিনীত 'কিলবিল সোসাইটি' মুক্তি পাবে পয়লা বৈশাখে। এই ছবিতে কাজ করার সময়ে কৌশানীর সঙ্গে বন্ধুত্ব জমেছে অনিন্দ্যর।

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় টলিউডে কিছু নায়িকার বেশ বন্ধু। নায়িকাদের টু এএম ফ্রেন্ড বলা যায় তাঁকে। মানে দিনের যে কোনও সময়ে বা রাতে মনের কথা ভাগ করে নিতে তাঁরা অনায়াসে ফোন করতে পারেন এই অভিনেতাকে। সেই কারণে অনিন্দ্যকে অনেকে হিংসা করেন। সম্প্রতি TV9 বাংলার এক সাক্ষাত্কারে এই নিয়ে প্রশ্ন করা হয় অনিন্দ্যকে। অনিন্দ্য তখন বলেন, “নায়িকাদের সঙ্গে আমি ফ্লার্ট করার চেষ্টা করি না। সেই জন্য এই রসায়ন তৈরি হয়েছে। তাঁরা আমাকে ভরসা করতে পারেন। ১২-১৩ বছর আগে যে ভ্যালু সিস্টেম ছিল, সেটা বজায় আছে বলেই, পুরোনো বন্ধুত্বগুলো এরকম রয়ে গিয়েছে।”
অভিনেতার কথা থেকেই উঠে এল, নায়িকারা তাঁকে যেমন ভরসা করেন, তিনিও কাছের বন্ধুদের পরিবার মনে করেন। অনিন্দ্যর কথায়, “আমার বাবা-মা বেঁচে নেই। কাছের বন্ধুদেরই আমি পরিবার মনে করি।” লক্ষণীয়, নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে অনিন্দ্যর বন্ধুত্ব দীর্ঘদিনের। মিমির প্রথম ছবির সময় থেকে অনিন্দ্যর সঙ্গে যোগাযোগ তাঁর। যে বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়েছে। শুধু মিমি নন, টলিপাড়ার অন্যান্য নায়িকারাও মনের কথা ভাগ করে নেন অনিন্দ্যর সঙ্গে। বা টলিপাড়ার পার্টিতে অনিন্দ্যর সঙ্গে আড্ডা জমাতে পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে বেশিরভাগ সময়ে কফি শপে যান অনিন্দ্য। এবার নিজের একটা কফি শপ তৈরি করার কথা ভাবছেন, সেটাও খোলসা করলেন।
এই মুহূর্তে ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অনিন্দ্যকে। সেখানে খলনায়কের চরিত্র করছেন। আবার অনিন্দ্য চট্টোপাধ্যায় অভিনীত ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পাবে পয়লা বৈশাখে। এই ছবিতে কাজ করার সময়ে কৌশানীর সঙ্গে বন্ধুত্ব জমেছে অনিন্দ্যর।





