AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বরের ছবি দিলেন না, বানালেন কাস্টার্ড, বিদেশে তনুশ্রীর ক্রিসমাসে কোন চমক

দেশের বাইরে হঠাত্‍ সাতপাকে বাঁধা পড়েছিলেন নায়িকা তনুশ্রী চক্রবর্তী। তারপর থেকে দেশে ফেরেননি। বিয়ের পর কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করছেন, তার ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। এই দেশে যেমন সকলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন, তেমনই বড়দিনের জন্য বাড়ি সাজিয়েছেন তনুশ্রী। জর্জিয়াতে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করছেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে তনুশ্রী জানালেন, ''এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। ক্যারামেল কাস্টার্ড তৈরি করেছি।''

বরের ছবি দিলেন না, বানালেন কাস্টার্ড, বিদেশে তনুশ্রীর ক্রিসমাসে কোন চমক
| Edited By: | Updated on: Dec 25, 2025 | 7:24 PM
Share

দেশের বাইরে হঠাত্‍ সাতপাকে বাঁধা পড়েছিলেন নায়িকা তনুশ্রী চক্রবর্তী। তারপর থেকে দেশে ফেরেননি। বিয়ের পর কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করছেন, তার ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা। এই দেশে যেমন সকলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন, তেমনই বড়দিনের জন্য বাড়ি সাজিয়েছেন তনুশ্রী। জর্জিয়াতে কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করছেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে তনুশ্রী জানালেন, ”এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। ক্যারামেল কাস্টার্ড তৈরি করেছি।” তনুশ্রী বরাবরই রান্না করতে ভালোবাসেন। সেই কারণে বিয়ের পর বরের জন্য যে নানা পদ রান্না করবেন তিনি, তেমনই প্রত্যাশা ছিল। ইনস্টাগ্রামে বাড়ি সাজানোর ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী।

বিয়ের পরে তনুশ্রী কথা বলেছিলেন TV9 বাংলার সঙ্গে। তাঁর কথায়, ”একজন বন্ধুর মাধ্যমে আলাপ। ইউএসএ গিয়ে দেখা হয়েছিল। তারপর আমি দেশে চলে আসি। পাঁচ মাস ধরে প্রেম চলছিল। দু’ জনে দু’ জনকে ভালোবেসে ফেলেছি। তবে এত তাড়াতাড়ি বিয়ে করব ভাবিনি।” লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী তাঁর প্রেমিকের সঙ্গে। এদিকে তিনি যে বিয়ের তোড়জোড় করে ফেলেছেন, বুঝতে পারেননি। পৌঁছে দেখেন বিয়ের আয়োজন সারা! তখন ভিডিয়ো কলে বাবা-মাকে রেখে বিয়ে সেরেছেন নায়িকা। ভেগাসে বিয়ের আয়োজন ছিল স্বপ্নের মতো, সে কথা বিস্তারিত জানিয়েছিলেন নায়িকা।

তবে বিয়ের ভিডিয়ো প্রকাশ করেননি। তনুশ্রী খোলসা করেছেন, ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া থেকে বেশিরভাগটাই দূরে রাখতে পছন্দ করেন তিনি এবং তাঁর বর। সেই কারণেই হয়তো ক্রিসমাসে তাঁদের সেলিব্রেশনের মুহূর্তের এমন কোনও ছবি দেননি নায়িকা, যেখানে তিনি তাঁর বরের সঙ্গে রয়েছেন। শুধু নিজের ছবি পোস্ট করে অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।