AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সব রকম চরিত্র করতে চাই, অকপট অপরাজিতা ঘোষ

অপরাজিতা ঘোষ ধন্যবাদ জানালেন দর্শকদের, কারণ দর্শকদের ভালবাসাতেই 'চিরসখা' এখন একশো পর্ব পার করল। আরও ভালোবাসা চেয়ে নিলেন দর্শকদের থেকে।

সব রকম চরিত্র করতে চাই, অকপট অপরাজিতা ঘোষ
| Updated on: May 08, 2025 | 3:16 PM
Share

অভিনেত্রী অপরাজিতা ঘোষ তাঁর নতুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে আবার জায়গা করে নিয়েছেন। তাঁর ধারাবাহিক ‘চির সখা’ র চরিত্র কমলিনী আর পাঁচটা চরিত্র থেকে অনেক আলাদা। ‘এখানে আকাশ নীল ‘ ধারাবাহিকের জনপ্রিয়তা থেকে আজকের কমলিনী অভিনেত্রী হিসেবেও অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে নেটিজেনদের প্রশ্ন এখন তাঁকে দেখা যাচ্ছে মা এর চরিত্রে। কেন মহিলা হলেই কিছুটা বয়স কাটলেই সিরিয়ালের মায়ের চরিত্রে দেখা যায়? এমনকি এই ধারাবাহিকের তাঁর ছেলের চরিত্রে অভিনয় করছেন রাজা, সেই রাজার সঙ্গেই রোমান্টিক জুটি হিসেবে কাজ করেছিলেন অন্য একটি ধারাবাহিকে। এই প্রশ্নের উত্তরে অপরাজিতার বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলেন, অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই চাইব নানা ধরণের চরিত্রে অভিনয় করতে। কমলিনী এই ধারাবাহিকের মেরুদণ্ড। তাই আমি সচেতন ভাবেই এই চরিত্রটি করতে রাজি হয়েছি। এখন যখন দেখছি দর্শকদের ভালোবাসা পাচ্ছি, এতেই তো আমি খুশি। তাছাড়া, ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক করার সময় আমার যা বয়স ছিল তার থেকে তো অনেকটাই বয়স বেড়েছে। আমার বয়স নিয়ে কোনও সমস্যা নেই। অভিনেত্রী হিসেবে সব রকম চরিত্রকে সাফল্যের সঙ্গে বাস্তব সন্মত করাই আমার চেষ্টা থাকে।”

বহুবছর ধরে ধারাবাহিকে কাজ করেছেন অপরাজিতা ঘোষ। তাঁকে তুলনায় সিনেমায় কেন কম দেখা যায়, এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন,” সিনেমাতেও আমি বহু কাজ করেছি, তবে সেটা অনেকটাই ছড়িয়ে থাকে। তাই হয়ত খেয়াল থাকেনা। আর অভিনয় করাটাই উদ্দেশ্য। ভাল চরিত্র জন্য যেকোন মাধ্যমেই কাজ করা যায়। ”  সব শেষে অপরাজিতা ধন্যবাদ জানালেন দর্শকদের, কারণ দর্শকদের ভালবাসাতেই ‘চিরসখা’ এখন একশো পর্ব পার করল। আরও ভালোবাসা চেয়ে নিলেন দর্শকদের থেকে।I want to play all kinds of characters, says the candid Aparajita Ghosh