Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপারহিটের হ্যাটট্রিক! নতুন প্রজন্মের নায়িকাদের পিছনে ফেললেন ইধিকা?

লক্ষণীয়, অনেকেই মনে করেন ইধিকার সঙ্গে রানি মুখোপাধ্যায়ের মুখের আদলে মিল রয়েছে। সে সম্পর্কে ইধিকার প্রতিক্রিয়া ছিল, ''রানি মুখোপাধ্যায়কে এরকম বিব্রত না করাই ভালো!''

সুপারহিটের হ্যাটট্রিক! নতুন প্রজন্মের নায়িকাদের পিছনে ফেললেন ইধিকা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2025 | 5:39 PM

বাংলা ধারাবাহিক থেকে এত অল্প সময়ে এমন উত্থান আর নেই! নায়িকার নাম ইধিকা পাল। প্রথম যে ছবির জন্য ইধিকা নজরে পড়েন, সেটা সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’। এই ছবিটা করার পরই ‘খাদান’ ছবিতে দেবের নায়িকা হয়েছেন তিনি। সেই ছবি ব্লকবাস্টার। দেবের সঙ্গে জুটি বেঁধে তাঁর কিশোরী গান সুপারহিট। আবার ‘খাদান’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ঈদে মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘বরবাদ’। এই ছবিতে আবার শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধেছেন ইধিকা। ঈদে শাকিব খানের আর একটা ছবি ‘অন্তরাত্মা’ মুক্তি পেয়েছে বাংলাদেশে। ‘অন্তরাত্মা’-র চেয়ে অনেকটাই এগিয়ে ‘বরবাদ’। লক্ষণীয়, ‘প্রিয়তমা’ ছবিটিও ব্লকবাস্টার হয়েছিল বাংলাদেশেই। এই মুহূর্তে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। সেই ছবি হিট হলে বলতে হবে, ইধিকার পরপর চারটে ছবি হিট।

নজরকাড়া বিষয় হলো, সম্প্রতি টলিপাড়ার নামী নায়িকাদের কেউ-কেউ পরপর এমন সুপারহিট ছবির অংশ হতে পারেননি। কারও একটা ছবি ব্লকবাস্টার তো পরের ছবি ফ্লপ। ইধিকার ব্যাপারটা সেরকম নয়। এমন ছবি তিনি বেছে নিচ্ছেন যে সুপারহিট হচ্ছে। সেই কারণে TV9 বাংলার একটা সাক্ষাত্‍কারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় বা নুসরত জাহানের পর নতুন প্রজন্মের নায়িকা হিসাবে কি তাঁর নামই আসবে? ইধিকা বলেন, ”আমার মনে হয় সেটা ঠিক করার দায়িত্ব দর্শকের। আমি কী বা কেমন সেটা তো নিজে নির্ধারণ করব না। দর্শক নির্ধারণ করবেন। মানুষই আমাদের ইন্ডাস্ট্রিতে বা নিজেদের মনে জায়গা করে দেন। তাই এটাও তাঁরাই ঠিক করবেন।” লক্ষণীয়, অনেকেই মনে করেন ইধিকার সঙ্গে রানি মুখোপাধ্যায়ের মুখের আদলে মিল রয়েছে। সে সম্পর্কে ইধিকার প্রতিক্রিয়া ছিল, ”রানি মুখোপাধ্যায়কে এরকম বিব্রত না করাই ভালো!”