‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ রিমেক হলে লিড রোলে কাকে চাইলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি?
২০০০ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ছবি 'শ্বশুর বাড়ি জিন্দাবাদ ' বড় পর্দায় মুক্তি পায়। পরিচালক হরনাথ চক্রবর্তীর এই ছবি সিনেমা হলে গোল্ডেন জুবলি হয়। এবার ঠিক পঁচিশ বছর পর আবার এই ছবি রি-রিলিজ করছে ৩০শে ২০২৫ মে শুক্রবার ।

চোখ তুলে দেখোনা কে এসেছে..’ বিখ্যাত এই গান এখন যেকোন বিয়ে বাড়ির অ্যান্থেমে পরিণত হয়েছে। আর এই গানের দৃশ্যে যে জুটি রয়েছেন তাঁরা দশকের পর দশক দর্শকদের একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাঁদের অভিনীত শেষ ছবি ‘অযোগ্য ‘ হল ভরিয়ে দেখেছে দর্শক । ২০০০ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ছবি ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ‘ বড় পর্দায় মুক্তি পায়। পরিচালক হরনাথ চক্রবর্তীর এই ছবি সিনেমা হলে গোল্ডেন জুবলি হয়। এবার ঠিক পঁচিশ বছর পর আবার এই ছবি রি- রিলিজ করছে ৩০শে ২০২৫ মে শুক্রবার । এই বিষয় নিয়েই টলিউডের এই হিট জুটির সঙ্গে কথা বলে TV9 বাংলা। টলিউডের ম্যাটিনি কঠিন জানালেন, পঁচিশ বছর আগে ঠিক জামাই ষষ্ঠির দিন এই ছবিটি মুক্তি পায়, তেমনই এবারও জামাই ষষ্ঠির আগে রি রিলিজ করছে ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ‘।
এই ছবির যদি রিমেক হয় , টলিপাড়ার কোন দুই নায়ক নায়িকাকে দেখতে চান এই জুটি। উত্তরে টলিউডের জ্যেষ্ঠ পুত্র বললেন, ” দেখো এটা বলা খুব কঠিন, কারণ সবাই আমার খুব স্নেহের, কাছের তবে এই ছবিতে আমার অভিনীত চরিত্রের মধ্যে একটু কমেডির মিশ্রন ছিল, আর এখনকার নায়কদের মধ্যে অঙ্কুশ হাজরার কমিক টাইপিং খুব ভালো, এই চরিত্রের জন্য একদম পারফেক্ট। নায়িকাটা ঋতু বলুক।” এই কথা শুনে অনেক ভেবে ঋতুপর্ণা বললেন, ” আমার চরিত্রটা একদিকে খুব স্মার্ট, সঙ্গে খুব ইমোশনাল। এখনকার নায়িকাদের মধ্যে হতেই পারে দর্শনা বনিককে ভালো লাগবে। ” এর সঙ্গেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যোগ করেন, ” এখনকার সবাই খুব প্রিয়, তবে এই ছবির জন্য নতুন কাউকে নিলেই ভালোএই যেমন খাদান এর নায়িকা ইধিকা পালকে মনে হয় ভাল লাগবে। ”
ছবি রিমেক হলে কে অভিনয় করবে সেটাতো ভবিষ্যত বলবে, আপাতত এই জুটির প্রথম সুপারহিট ফিল্ম বড় পর্দায় আবার দেখার সুযোগ আসছে নতুন প্রজন্মের জন্য। এই ছবির ম্যাজিক এখন দর্শকদের মধ্যে কেমন প্রভাব ফেলে সেটাই দেখার।
