শুরু হতে চলেছে ভার্চুয়াল মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

উৎসবের জন্য প্রতিদিন টিকিটের মূল্য ১০০ টাকা। সিজন টিকিট ৫০০ টাকা।

শুরু হতে চলেছে ভার্চুয়াল মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব
উৎসবের সূচনায় বিশিষ্টরা।
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 6:30 PM

প্রযুক্তিবিদ এবং সাহিত্য সংস্কৃতিপ্রেমী একদল তরুণের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এক নতুন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল নামে এই উৎসবের সূচনা হবে আগামী ১৮ জানুয়ারি। উৎসব চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। বুধবার কলকাতায় উৎসবের আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ। অতিমারির আবহে গোটা উৎসব হবে ভার্চুয়াল।

আয়োজকদের পক্ষ থেকে উৎসব কমিটির সভাপতি সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, গোটা বিশ্বে তাঁরা উৎসব নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। মোট ১১০টি দেশ থেকে ৩৫০০-এরও বেশি ছবি জমা হয়েছে। নতুন এই উৎসবের ঘোষণা করে মল্লার জানান, অভিনব উদ্যোগ। এই উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১ জানুয়ারি বেলেঘাটার সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। সেদিন মল্লারের তালবাদ্যের অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক।

আরও পড়ুন, জিতলেন জিৎ, একদিনের জন্য দ্বিতীয় স্থানে যশ! কিন্তু কীসে?

শুধু ছোট ছবি নয়। বরং আয়োজকরা ছোট ছবির পাশাপাশি তথ্যচিত্র, অ্যানিমেশন ফিল্মের জায়গা করে দিচ্ছেন এই উৎসবে। উৎসবের কার্যকরী নির্দেশক মানস বন্দ্যোপাধ্যায় বলেন, “এই অতিমারি সামলেও আমাদের অভিব্যক্তিগুলো যে ভোঁতা হয়ে যায়নি তার প্রমাণ এই শর্ট ফিল্মগুলো। সব থেকে কঠিন কাজ এই বিপুল সম্ভার থেকে বেছে নেওয়া। নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়, তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, সাহিত্যিক শুদ্ধসত্ত্ব ঘোষের মতো গুণী শিল্পীরা বিচারকের দায়িত্ব সামলাবেন। উৎসবের জন্য প্রতিদিন টিকিটের মূল্য ১০০ টাকা। সিজন টিকিট ৫০০ টাকা। উৎসব দেখতে গেলে লগ ইন করতে হবে www.eventizer.co.in ওয়েবসাইটে।”