Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অসহ্য ও বিরক্তিকর…’, বিমানে উঠে ইমনের তিক্ত অভিজ্ঞতা, রেগে গিয়ে কী বললেন গায়িকা?

বিমান সংস্থার ওপর ক্ষোভ উগরে দেন তিনি।সোশ্যাল মিডিয়ায় সবটাই খোলসা করলেন গায়িকা। কী অভিযোগ! অতিরিক্ত টাকা দিয়েও পছন্দের সিট পাননি তিনি।

'অসহ্য ও বিরক্তিকর...', বিমানে উঠে ইমনের তিক্ত অভিজ্ঞতা, রেগে গিয়ে কী বললেন গায়িকা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 5:08 PM

বিমানে উঠে এবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী। শনিবার ইন্দোরে একটি শো করে দিল্লি ফেরার পথে ঘটে এই কাণ্ড। এয়ার ইন্ডিয়ার বিমান সংস্থার ওপর ক্ষোভ উগরে দেন তিনি।সোশ্যাল মিডিয়ায় সবটাই খোলসা করলেন গায়িকা। কী অভিযোগ! অতিরিক্ত টাকা দিয়েও পছন্দের সিট পাননি তিনি। বিস্তারিত জানিয়ে নিজের ফেসবুক পোস্টে ইমন লেখেন— “এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকী পছন্দের সিটের জন্য অতিরিক্ত টাকাও দিয়েছি। কিন্তু সেই সিট অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয়। এটা একদমই অনৈতিক ও কাম্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি, পুরো পথটাই বিরক্তিকর হয়ে উঠল।”

সোশ্যাল মিডিয়ায় ইমনের এই পোস্ট দেখা মাত্রই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে ওঠে কমেন্ট বক্স। ইমনের এই পোস্টের নিচে বহু মানুষ নিজেদের শেয়াক করে নিয়েছেন। একজন লেখেন— “গত মাসেই আমাদের সঙ্গেও এমন হয়েছিল। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম, অতিরিক্ত অর্থ দিয়েও সিট পাইনি।” আরও কেউ লিখেছেন, “এয়ার ইন্ডিয়ার সার্ভিস এখন দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।”

কেউ কেউ আবার গায়িকাকে কটাক্ষ করতেও পিছপা হলেন না। লিখলেন, “এ ধরনের সমস্যাগুলো দেখি শুধু সেলেব বা উচ্চপ্রোফাইল মানুষের সঙ্গেই হয়। সফটওয়্যারও বুঝে গেছে, কাকে বিরক্ত করলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যাবে। ইকোনমি ক্লাসে এসব হবেই, এড়াতে চাইলে বিজনেস ক্লাসে যান।”

যদিও এটা চোখে পড়তে চুপ থাকেননি গায়িকা। পাল্টা উত্তর দিতে লেখেন, “আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি। আপনার সমস্যা হলে আমার প্রোফাইলে আসার দরকার নেই। ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।”