শাহরুখ খানের সুপারহিট ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’এর অফার ছেড়েছিলেন ইমরান খান, কেন নিজেই ফিরিয়ে দিয়েছিলেন ছবির অফার?
পরবর্তীতে ছবিটিতে শাহরুখ খানকে সাইন করানো হয় এবং ২০১৩ সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটি, মজাদার সংলাপ, গান আর রোহিত শেট্টির গল্প সব মিলিয়ে ছবিটি দর্শকদের মধ্যে ব্য়াপক জনপ্রিয়তা অর্জন করে।

ছবি তৈরির পিছনে লুকিয়ে থাকে অনেক গল্প যা পরবর্তীতে জানলে অবাক হয়ে যান দর্শকরা। হলে সেই ছবি দেখার সময় কেউ ধারণাই করতে পারেননা সেই ছবির পিছনের গল্প সম্পর্কে। তেমনই এক গল্প প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন চমকপ্রদ তথ্য। অভিনেতা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ অভিনয় করার কথা ছিল তারই। কেন ছবির অফার ছেড়েছিলেন তিনি? জানালেন নিজেই।
ইমরান খান বলেন, পরিচালক রোহিত শেট্টি যখন তাঁকে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রস্তাব দেন, তখন তিনি চিত্রনাট্য ও চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে আলোচনা যত এগোয়, ততই তাঁর মনে হয় এই ছবির ধরণ ও চরিত্রের সঙ্গে তিনি নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না। ইমরানের কথায়, “আমি বুঝতে পেরেছিলাম, এই চরিত্রটা আমার জন্য নয়। ছবিটা যেভাবে ভাবা হচ্ছিল, সেখানে আমি নিজেকে ঠিক ফিট করতে পারছিলাম না।” এই কারণেই কোনও চাপ বা দ্বিধা না রেখে তিনি ছবিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইমরান স্পষ্টভাবে বলেন, তাঁর মনে হয়েছিল এই চরিত্রের জন্য এমন একজন অভিনেতা দরকার, যিনি কমেডি ও অ্যাকশন দুটোই অনায়াসে একসাথে সামলাতে পারবেন।সেই জায়গায় শাহরুখ খানই ছিলেন একদম পারফেক্ট চয়েস। পরবর্তীতে ছবিটিতে শাহরুখ খানকে সাইন করানো হয় এবং ২০১৩ সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটি, মজাদার সংলাপ, গান আর রোহিত শেট্টির গল্প সব মিলিয়ে ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
ইমরান খান নিজেও স্বীকার করেছেন, এখন পেছনের দিকে তাকালে তাঁর মনে হয় ছবিটা না করাই ছিল সঠিক সিদ্ধান্ত। তাঁর মতে, প্রতিটি অভিনেতারই নিজের সীমা বোঝা দরকার। সব ছবি সবার জন্য নয় এই উপলব্ধি থেকেই তিনি সেই সময় ‘চেন্নাই এক্সপ্রেস’ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা।
