AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাকিজা ছবির বিখ্যাত গানের দৃশ্যে মীনা কুমারীর বেশে ছিলেন অন্য অভিনেত্রী, কে সেই অভিনেত্রী?

'পাকিজা' ছবিটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর। এই দীর্ঘ সময়ে অসুস্থ ছিলেন মীনা কুমারী। এই গানটির যখন দৃশ্যায়ন হয়, সেই সময়ে মীনা কুমারী খুব অসুস্থ ছিলেন, তাঁর লিভার অফ সিরোসিস হয়েছিল, তিনি এসে শ্যুট করার মত অবস্থায় ছিলেন না। অবশেষে অন্য অভিনেত্রীকে মুখ ঢেকে শ্যুট করা হয়।

পাকিজা ছবির বিখ্যাত গানের দৃশ্যে মীনা কুমারীর বেশে ছিলেন অন্য অভিনেত্রী, কে সেই অভিনেত্রী?
| Updated on: May 15, 2025 | 5:26 PM
Share

১৯৭২ সালের ছবি ‘পাকিজা’ ভারতীয় ছবির ইতিহাসে একটি মাইলস্টোন হয়ে রয়েছে। এই ছবিতে মীনা কুমারীর অভিনয় আজও দর্শকদের মনেথেকে গিয়েছে। এই ছবিটি পরিচালনা করেছিলেন কমল আমরোহী । ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল মীনা কুমারী, রাজ কুমার, অশোক কুমার, নাদিরা প্রমুখ। তবে এই সিনেমার একটি বিখ্যাত গানের দৃশ্যে মীনা কুমারীর বদলে অন্য এক অভিনেত্রীর মুখ ঢেকে দিয়ে অভিনয় করা হয়েছিল। সেই বিখ্যাত গানের কলি হল ‘ চল দিলদার চলো’…।

এই গানের দৃশ্যে যে মহিলাকে দেখা যায় মীনা কুমারীর বেশে, তিনি হলেন, অভিনেত্রী পদ্মা খান্না। যানা যায়, এই ‘পাকিজা’ ছবিটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর। এই দীর্ঘ সময়ে অসুস্থ ছিলেন মীনা কুমারী। এই গানটির যখন দৃশ্যায়ন হয়, সেই সময়ে মীনা কুমারী খুব অসুস্থ ছিলেন, তাঁর লিভার অফ সিরোসিস হয়েছিল, তিনি এসে শ্যুট করার মত অবস্থায় ছিলেন না। অবশেষে অন্য অভিনেত্রীকে মুখ ঢেকে শ্যুট করা হয়। একবারও এই গানের দৃশ্যে ঘোমটা খোলা অবস্থায় দেখা যায়নি।

যে অভিনেত্রী এই শ্যুট করেছিল, তাঁর নাম পদ্মা খান্না। এই গানটি ছাড়াও আরও একটি গানের নাচের দৃশ্যে মীনা কুমারীর বডি ডবল হিসেবে পদ্মা খান্না কাজ করে। সেই গানের সঙ্গে যে নাচ করার কথা ছিল, সেটা অসুস্থ মীনা কুমারীর পক্ষে করা অসম্ভব ছিল। তাই মীনা কুমারীর ক্লোজ শট নিয়ে পুরো নাচ করেছিলেন পদ্ম খান্না। তবে সেই ছবির দৃশ্য দেখে দর্শকরা বুঝতেই পারেনি। পরবর্তী সময়ে পদ্মা খান্না যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে। তবে পাকিজা ছবিতে মীনা কুমারীর সৌন্দর্য্য ও অভিনয় আজও দর্শকদের মে রয়ে গিয়েছে।