Exclusive: হাতে পিঠে নখের আঁচড়, রণজয়ের বাড়িতে ভূত? তদন্তে নামল বিশেষ টিম…
এই ঘটনা জানার পর দেবরাজ সান্যাল আর তাঁর স্ত্রী ইশিতা দাস সান্যাল পৌঁছে যান রণজয় বিষ্ণুর বাড়ি। তাঁরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে তদন্ত করে থাকেন। TV9 বাংলাকে দেবরাজ বললেন...

অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়িতে কি ভূত ঢুকছে? সম্প্রতি ফেসবুক লাইভ করে রণজয় জানিয়েছিলেন তাঁর বাড়িতে কিছুদিন ধরেই চলছে নানা ধরনের অদ্ভূতুড়ে কাণ্ড। শুটিংয়ে বেশিরভাগ সময় কাটে রণজয়ের। বাড়িতে কেউ থাকেন না। কিছুদিন ধরেই তাঁর বাড়িতে অদ্ভুত সব জিনিস ঘটছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ঘরের ছবি দেখিয়ে অভিনেতা বলেছেন, ”বাড়িতে ফিরে দেখি আমার টেবিলের উপর রাখা টব ভেঙে গিয়েছে। আমি মাটি পরিষ্কার করলাম। এই ঘটনাটা আপনাদের জানাই, গত তিন থেকে চার মাস ধরে ক্রমাগত এই ঘটনা ঘটছে। কখনও টব ভেঙে পড়ে রয়েছে, কখনও আমার দু’টো ছবির ফ্রেম ভেঙে পড়ে রয়েছে। আমার ঘরের সব জানলা দরজা বন্ধ করে তবেই বাড়ি থেকে বের হই। কোন পোষ্য এই ঘরে নেই। আবার ক’দিন ধরে ঘুম থেকে উঠে দেখি হাতে পিঠে নখের আঁচড় রয়েছে। অথচ ঘুমোতে যাওয়ার আগে কিছু ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার যদি কিছু বোঝেন, প্লিজ একটু জানান।”
এই ঘটনা জানার পর ডিওএস-এর দেবরাজ সান্যাল আর তাঁর স্ত্রী ইশিতা দাস সান্যাল পৌঁছে যান রণজয় বিষ্ণুর বাড়ি। টিমে ছিলেন অনির্বাণ দাস, সোমাঞ্জন মুখোপাধ্যায় আর আয়ুশ মজুমদার। তাঁরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে তদন্ত করে থাকেন। TV9 বাংলাকে দেবরাজ বললেন, ”রণজয়ের ভিডিয়ো দেখার পর আমরা ওঁকে একটা মেল করেছিলাম। রণজয় অত্যন্ত খুশি হয়ে আমাদের ডেকে নেয়। ও আমাদের খোঁজ করছিল। আমরা গিয়ে বিষয়টা খতিয়ে দেখি। আমরা যাওয়ার পর একটা-দু’টো যা ঘটনা ঘটেছে, সেটার থেকে ধরা যায় না ভূত আছে। সেটা এমনিও হতে পারে।”
দেবরাজের বক্তব্য, যেখানে এমন অদ্ভূতুড়ে ঘটনা ঘটে, সেখানে পৌঁছে তাঁরা দেখে নেন, বিষয়টা অকারণ ভয় থেকে ঘটছে কিনা। যিনি ভূতের ভয় পাচ্ছেন, তাঁর মন থেকে ভয় দূর করার চেষ্টা করেন। এক্ষেত্রেও রণজয়কে তাঁরা আত্মবিশ্বাস জোগাতে পেরেছেন বলেই, জানালেন দেবরাজ।
