AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ফের দেখা হবে…’, ইনস্টাগ্রামে বার্তা দিয়ে চরম সিদ্ধান্ত ইরফানপুত্র বাবিল খানের! কী হল হঠাৎ?

সেই ভিডিয়োতে কাঠগড়ায় তুলেছিলেন অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, অরিজিৎ সিংদের নাম। বিপাকে পরে, অবশ্য সেই পোস্ট ডিলিটও করেন বাবিল।

'ফের দেখা হবে...',  ইনস্টাগ্রামে বার্তা দিয়ে চরম সিদ্ধান্ত ইরফানপুত্র বাবিল খানের! কী হল হঠাৎ?
| Updated on: May 17, 2025 | 10:33 PM
Share

কয়েক সপ্তাহ আগেই বলিউডকে ফেক তকমা দিয়ে কান্নার ভিডিও পোস্ট করেছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান পুত্র বাবিল। এমনকী, সেই ভিডিয়োতে বাবিল কাঠগড়ায় তুলেছিলেন অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, অরিজিৎ সিংদের মতো তারকাদের। শেষমেশ,  বিপাকে পরে, অবশ্য সেই পোস্ট ডিলিটও করেন তিনি। অন্যদিকে, বিতর্ক ছড়াতেই ছেলেকে বাঁচাতে মাঠে নামেন ইরফানের স্ত্রী সুতপা। স্পষ্টই জানান, বাবিলের মানসিক অসুস্থতার কথা। সঙ্গে এও জানিয়ে ছিলেন, বাবিল এখনও আগের থেকে ভাল রয়েছেন, তবে তাঁর জীবন লড়াইয়ের মধ্যে যাচ্ছে। আর বাবিলের কান্নার ভিডিয়োর ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সেই বিতর্কে ইতি পড়তে না পড়তেই শনিবার সন্ধ্যাবেলা বাবিলের ইনস্টাগ্রামে লম্বা পোস্ট। যেখানে স্পষ্ট লেখা, তিনি আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন। এই পোস্টেই বাবিল স্পষ্ট জানান, এক বিশেষ কারণে পরিচালক সাই রাজেশের ছবি থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, যদিও পরিচালকের সঙ্গে তাঁর বন্ধু্ত্ব, ভাল সম্পর্ক বজায় থাকবে। এমনকী, বাবিল লিখেছেন, সব কিছু ঠিক থাকলে, ফের দেখা হবে এবং কাজ  করবেন পরিচালকের সঙ্গে। বাবিলের এই নতুন পোস্ট ঘিরে ফের বলিউডে জল্পনা শুরু। অনেকের মতে, বাবিল মানসিক দিক থেকে এতটাই অসুস্থ যে, অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণেই বিরতি নেওয়ার সিদ্ধান্ত। তবে এই নিয়ে বলিপাড়ায় নানা খবর রটলেও, বাবিলের পক্ষ থেকে আর কোনও বিবৃতি পাওয়া যায়নি।

View this post on Instagram

A post shared by Babil (@babil.i.k)