AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সদ্য বিয়ে করেছেন, তাই কি সিরিয়ালের পর্দায় আর শয়তানি করছেন না অর্পিতা?

Arpita Mondol: 'মা সারদা' ছিল অভিনেত্রী অর্পিতা মণ্ডলের প্রথম সিরিয়াল। সেই সিরিয়ালে সারদার চরিত্রেই দেখা যায় অর্পিতাকে। তারপর অভিনেত্রী অভিনয় করেন খলনায়িকাদের চরিত্রতেই। পরপর বেশ কিছু ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। কিন্তু বিয়ের পর তাঁকে দেখা যাচ্ছে কেবলই ভাল মানুষের ভূমিকায়। পর্দায় শয়তানি থামিয়েছেন অর্পিতা, তা কি কেবলই বিয়ে করেছেন বলে?

সদ্য বিয়ে করেছেন, তাই কি সিরিয়ালের পর্দায় আর শয়তানি করছেন না অর্পিতা?
অর্পিতা মণ্ডল।
| Updated on: Feb 29, 2024 | 4:34 PM
Share

২৭ নভেম্বর প্রেমিক অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষকে বিয়ে করেছেন অভিনেত্রী অর্পিতা মণ্ডল। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দাতেও তাঁদের দেখা যায় স্বামী-স্ত্রীর চরিত্রেই। ধারাবাহিকে লক্ষ্মীকাকিমার চরিত্রে অভিনয় করেন অপরাজিতা আঢ্য। সেই ধারাবাহিকেও এমন এক খলচরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা, যে কি না ভীষণই বোকা ধরনের। ভুলভ্রান্তি করে যে ধরা পড়ে যায়। এই অর্পিতাই কেরিয়ার শুরু করেছিলেন সারদা মায়ের চরিত্রে অভিনয় করে। তারপর থেকে লাগাতারভাবে খলনায়িকার চরিত্রগুলিতেই মূলত দেখা যায় অর্পিতাকে। কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে, তিনি খলনায়িকা থেকে এক্কেবারে ভাল মানুষ হয়ে গিয়েছেন। সম্প্রতি তিনি অভিনয় করছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। সেখানে ‘ফুলকি’র ননদের চরিত্রে অভিনয় করছেন অর্পিতা। ‘ফুলকি’র সেটে TV9 বাংলা কথা বলে অর্পিতার সঙ্গে।

আচ্ছা, বিয়ের পরই কি দুষ্টু মহিলার চরিত্রে অভিনয় করা ছেড়ে দিলেন আপনি? জানতে চাওয়ায় অর্পিতা বলেন, “আসলে আমার সঙ্গে যখন থেকে স্বর্ণদীপ্তর সম্পর্ক শুরু হয়, তার ঠিক পরপরই আমি ভাল মেয়ের চরিত্রে অভিনয় করতে শুরু করি পর্দায়। সবচেয়ে বড় কথা হল, পজ়িটিভ-নেগেটিভ ম্যাটার করে না। অভিনয়টা কতটা ভালভাবে করতে পারছি, সেটাই আসল। মা সারদার চরিত্রে অভিনয় করার পর লাগাতার ভিলেন চরিত্রে অভিনয় করে ক্লান্তই ছিলাম। মাথায় খুব প্রেশার পড়ে। চেহারা এবং ভাবভঙ্গিতে খারাপ ছাপ পড়ে। সেটা থেকে বেরিয়ে আসে মাঝেমধ্যে দরকার।”